Uttarakhand: বিপদ ক্রমশ এগোচ্ছে, কর্ণপ্রয়াগের বিপদজ্জনক বাড়ি ফাঁকা করার নির্দেশ

Uttarakhand Situation (Photo Credit: ANI/Twitter)

যোশীমঠের (Joshimath) পর উত্তরাখণ্ডের কর্ণপ্রয়াগেও আতঙ্ক ছড়িয়েছে। কর্ণপ্রয়াগের (Karnaprayag) বহুগুনা নগরের বেশ কয়েকটি বাড়িতে যখন ফাটল ধরতে শুরু করে, সেই সময় জেলা প্রশাসনের তরফে জারি করা হল নোটিশ। বহুগুনা নগরের যে সমস্ত বাড়িতে ফাটল ধরেছে, সেখানকার বাসিন্দাদের অন্যত্র সরানো হচ্ছে। বহুগুনা নগরের যে সমস্ত বাড়িতে ভাঙন ধরেছে, সেখানকার বাসিন্দারা যাতে শিগগিরই সরে যান, সে বিষয়ে তাঁদের বৃহস্পতিবার ধরানো হয় নোটিশ।

আরও পড়ুন: Joshimath: 'ডুবছে' যোশীমঠ, উচ্চ পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী