Uttarakhand Accident: ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী ছিল বাসে! উত্তরাখণ্ডের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩

অভিযোগ উঠছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী ছিল। যার জেরে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।

Uttarakhand Accident (Photo Credits: X)

নৈনিতাল, ৪ নভেম্বরঃ ভাইফোঁটার পর দিনই উত্তরাখণ্ডে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা (Uttarakhand Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল যাত্রী বোঝাই বাস। প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে দুমড়ে মুচড়ে গিয়েছে বাসটি। বাসে ৪৫ জনের বেশি যাত্রী ছিল বলে জানা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার অভিযান। প্রাথমিকভাবে ৫ জনের মৃত্যুর খবর জানা গেলেও উদ্ধারকাজ যত এগিয়েছে মৃতের সংখ্যা তত বেড়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩। কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা যাচ্ছে, সোমবার সকালে ননীদান্দা এলাকা থেকে রামনগর যাওয়ার পথে পাউরি-আলমোড়া সীমান্তে বাস দুর্ঘটনাটি ঘটে। ২০০ মিটার গভীর খাদে গড়িয়ে পড়েছে বাসটি। দুর্ঘটনার পর ঘটনাস্থলের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, পাহাড়ের খাদে দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে দুর্ঘটনাগ্রস্ত বাসটি। পাশ দিয়ে বসে যাচ্ছে খরস্রোতা নদী। উত্তরাখণ্ড রাজ্য বিপর্যয় মোকাবিল বাহিনী এবং পুলিশের সঙ্গে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। তবে অভিযোগ উঠছে,  দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী ছিল। যার জেরে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।

দুর্ঘটনাস্থলের ভিডিয়ো...

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী (Pushkar Singh Dhami)। জানিয়েছেন, পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মিলে উদ্ধার অভিযান চালাচ্ছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহত যারা রয়েছেন প্রয়োজন হলে তাঁদের আকাশ পথে উড়িয়ে অন্যত্র নিয়ে যাওয়া হবে। পাশাপাশি মৃতদের পরিবারের জন্যেও ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জানান, বাস দুর্ঘটনার জেরে মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ করে টাকা দেওয়া হবে।



@endif