Tomato Price Hike In Uttar Pradesh: আকাশছোঁয়া দামের জেরে টমেটো পাহারা দিতে দোকানে বাউন্সার নিয়োগ, দেখুন ভিডিয়ো

অজয় ফৌজি নামের এক সবজি বিক্রেতা এবার বাউন্সার নিয়োগ করে টমেটো পাহারা দিতে শুরু করেছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই বাউন্সার অজয় ফৌজির দোকান পাহারা দিচ্ছেন।

Bouncer In Vegetable Shop (Photo Credit: Twitter)

লখনউ, ১০ জুলাই: টমেটোর (Tomato) দাম হু হু করে বাড়ছে প্রায় গোটা দেশ জুড়ে। টমেটোর দাম যখন আকাশছোঁয়া, সেই সময় উত্তরপ্রদেশে দেখা গেল এক অন্যরকম ছবি। উত্তরপ্রদেশে টমেটো পাহারা দিতে এক সবজি  বিক্রেতা এবার বাউন্সারের দ্বারস্থ হল। অজয় ফৌজি নামের এক সবজি বিক্রেতা এবার বাউন্সার নিয়োগ করে টমেটো পাহারা দিতে শুরু করেছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই বাউন্সার অজয় ফৌজির দোকান পাহারা দিচ্ছেন। প্রসঙ্গত অজয় ফৌজি বর্তমানে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন টমেটো। তবে কত বেতন দিয়ে ওই বাউন্সার দুজনকে নিয়োগ করেছেন অজয় ফৌজি, সে বিষয়ে ওই ব্যক্তি মুখ খোলেননি।

অজয় ফৌজি যেভাবে টমেটো রক্ষা করতে বাউন্সার নিয়োগ করেছেন, সে বিষয়ে প্রতিক্রিয়া জানান সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ট্যুইট শেয়ার করে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কী বলেন, দেখুন...

 



@endif