Uttar Pradesh Shocker: সকালের চা নিয়ে ঝগড়া, স্ত্রীর ধড় থেকে মাথা পৃথক করে দিল স্বামী

চিৎকার, চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে এসে চুপ করে যান। দেখেন, বাড়িতে সুন্দরীর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হলে, পুলিশ হাজির হয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।

UP Shocker (Photo Credit: Twitter)

দিল্লি, ২১ ডিসেম্বর: সকালের চা দিতে একটু দের হওয়ায় স্ত্রীর মাথা কেটে ফেলল মাঝ বয়সী এক ব্যক্তি। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদে Ghaziabad ) এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। রিপোর্টে প্রকাশ, ৫২ বছরের ধরমবীর সকালে চা চাইলে, তাঁর স্ত্রী সুন্দরী তা তৈরি শুরু করেন। তবে নির্দিষ্ট সময়ের পরে কেন সুন্দরী চা দিচ্ছেন না, তা নিয়ে প্রশ্ন তুলে চিৎকার জুড়ে দেয় ধরমবীর। সকালের চা নিয়ে স্বামী, স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হলে,  তরোয়াল নিয়ে হাজির হয় ধরমবীর। এরপর সেই তরোয়াল দিয়ে সুন্দরীর গলায় কোপ বসায় ধরমবীর। সুন্দরী এবং ধরমবীরের ৪ সন্তান রয়েছে। ঘটনার সময় তারা বাড়িরই অন্য ঘরে ঘুমোচ্ছিল বলে খবর।

চিৎকার, চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে এসে চুপ করে যান। দেখেন, বাড়িতে সুন্দরীর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হলে, পুলিশ হাজির হয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।

ধমবীরকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ।