IPL Auction 2025 Live

Uttar Pradesh Road Accident: ঘুমন্ত চালকের গাফিলতির বলি ৭ টি তরতাজা প্রাণ

শনিবার রাতে একটি দিল্লিগামী ডবল ডেকার বাস এবং গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় মোট সাতজনের মৃত্যু হয়েছে।

উত্তরপ্রদেশে দুর্ঘটনা (ছবিঃ X)

নয়াদিল্লিঃ শনিবার রাতে ভয়াবহ দুর্ঘটনা (Road Accident)। দোতলা বাস এবং গাড়ির (Car) ধাক্কায় মৃত ৭ জন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ইটাওয়ারের কাছে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow-Agra Expressway)। জানা গিয়েছে,শনিবার রাতে একটি দিল্লিগামী (Delhi) ডবল ডেকার বাস এবং গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় মোট সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজন বাস যাত্রী এবং বাকি তিনজন গাড়িতে ছিলেন। আহত কমপক্ষে ২৫ জন যাত্রী। হাসপাতালে চিকিৎসাধীন তারা। জানা গিয়েছে প্রায় ৬০ জন যাত্রী নিয়ে রায়বেরেলি থেকে দিল্লির দিকে যাচ্ছিল বাসটি। পথে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে ধাক্কা মারেন। এরপর এক্সপ্রেসওয়ের পাশে একটি খাদে পড়ে যায় বাসট । উত্তরপ্রদেশ পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট (এসএসপি) সঞ্জয় কুমার ভার্মা বলেছেন, প্রায় ৬০ জন যাত্রী নিয়ে বাসটি রায়বেরেলি থেকে দিল্লির দিকে আসছিল। ইটাওয়ারের কাছে এই ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে চারজন বাস যাত্রী এবং তিনজন গাড়িতে ছিলেন। ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাস যাত্রীরা যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে।"