Uttar Pradesh Police : সড়ক নিরাপত্তা বাড়াতে এক অভিনব উপায় বেছে নিল ইউপি পুলিশ(দেখুন ভিডিও)

Uttar Pradesh Road Safety Video, Photo Credit: Twitter@Uppolice

উত্তর প্রদেশঃ উত্তর প্রদেশে(Uttar Pradesh) সড়ক নিরাপত্তা বাড়াতে এবং জনসাধারণকে সচেতন করতে, এক সৃজনশীল উপায় বেছে নিল উত্তর প্রদেশের পুলিশ। ইউপি পুলিশ ট্রাফিক আইন  অমান্যকারীদের সতর্ক করতে সাহায্য নিলেন লিওনেল মেসির(Lionel Messi)।

সম্প্রতি রবিবার ফিফা বিশ্বকাপ ২০২২(FIFA World Cup 2022) ফাইনালে ফ্রান্স বনাম আর্জেন্টিনার খেলায় বিশ্বকাপ জয়ী হয় আর্জেন্টিনা। সেই খেলায় মেসির প্রথম গোল কারার পর যে টানটান উত্তেজনার সৃষ্টি হয় তারই একটি ভিডিও ক্লিপ।এছাড়া তারসঙ্গে বেপরোয়া ভাবে জিকজ্যাগ করে বাইক চালিয়ে উত্তেজনা সৃষ্টি করা আরও একটি ভিডিও যুক্ত শেয়ার করেন পুলিশ। যেখানে দেখা যায় এইভাবে বাইক চলানোর ফলে বাইক আরহীদের এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়।পুলিশ এই ভিডিওটির মাধ্যমে যে সর্তকবার্তা জনসাধারণের কাছে পৌছে দিলো তা সত্যি প্রশংসনীয়।