Uttar Pradesh: আলোর উৎসবে আরও উজ্জ্বল হয়ে উঠল উত্তর প্রদেশ, প্রধানমন্ত্রীর সামনে জ্বলে উঠল ১৫ লক্ষ প্রদীপ (দেখুন ভিডিও)

সরযুর তীরে সন্ধ্যারতির পর জ্বলে ওঠে রেকর্ড সংখ্যক ১৫ লক্ষ প্রদীপ। প্রদীপ জ্বালানোর অনুষ্ঠানের পাশাপাশি অযোধ্যার রাম কি পৌরি ঘাটে লেজার শো, আতসবাজির প্রদর্শন আকর্ষণ আরও বাড়িয়ে দেয়।

দীপাবলির আগেই দীপাবলির সন্ধ্যা নেমে এল অযোধ্যায়। দীপাবলীর প্রাক্কালে রবিবার (২৩.১০.২০২২) উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রামমন্দির দর্শনে গিয়েছিলেন।দুপুরেই  তিনি অযোধ্য়ায় রাম জন্মভূমিতে পুজো দেন ও রামলালার রাজ্যাভিষেকে অংশ নেন। ২০২০ সালে ভূমি পূজার পর এই প্রথম অযোধ্যার নির্মীয়মাণ রাম মন্দিরে গেলেন প্রধানমন্ত্রী।

সন্ধ্যা হতেই শুরু হয়ে যায় দীপোৎসব। সরযুর তীরে সন্ধ্যারতির পর জ্বলে ওঠে রেকর্ড সংখ্যক ১৫ লক্ষ প্রদীপ।  প্রদীপ জ্বালানোর অনুষ্ঠানের পাশাপাশি অযোধ্যার রাম কি পৌরি ঘাটে লেজার শো, আতসবাজির প্রদর্শন আকর্ষণ আরও বাড়িয়ে দেয়। যেখানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেই শো উপভোগ করতে দেখা যায়। আগামী তিন দিন ধরে চলবে অযোধ্যার দীপোৎসব। ২০১৭ সালে প্রধানমন্ত্রীর উদ্যোগেই এই দীপোৎসব শুরু হয়। দেখুন সেই ভিডিও-