IPL Auction 2025 Live

Lucknow Building Collapse: লখনউয়ে তিনতলা বাড়ি ভেঙ বড়সড় বিপত্তি! আহতদের দেখতে হাসপাতালে ছুটলেন যোগী আদিত্যনাথ

শনিবার লখনউয়ের ট্রান্সপোর্ট নগর থানা এলাকায় আচমকাই তাসের ঘরের মতো ভেঙে পড়ে 'হারমিলাপ বিল্ডিং' নামে পরিচিত একটি বাড়ি। মূলত ওষুধের গুদাম হিসেবে ব্যবহৃত হত এই বাড়িটি এমনটাই স্থানীয় সূত্রে খবর।

আহতদের দেখতে হাসপাতালে যোগী আদিত্যনাথ (ছবিঃX)

নয়াদিল্লিঃ শনিবার রাতে উত্তরপ্রদেশের(Uttar Pradesh)রাজধানী লখনউতে(Lucknow) ভয়াবহ দুর্ঘটনা(Accident)। আচমকা ভেঙে পড়ে তিনতলা বাড়ি। এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ২৮ জন। এই ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Chief Minister Yogi Adityanath)। এ বার আহতদের দেখতে লখনউয়ের সরকারি হাসপাতালে গেলেন তিনি। হাসপাতালে গিয়ে এদিন আহতদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, শনিবার লখনউয়ের ট্রান্সপোর্ট নগর থানা এলাকায় আচমকাই তাসের ঘরের মতো ভেঙে পড়ে  একটি তিনতলা বাড়ি। 'হারমিলাপ বিল্ডিং' নামে পরিচিত এই বাড়িটি। মূলত ওষুধের গুদাম হিসেবে ব্যবহৃত হত এই বাড়িটি এমনটাই স্থানীয় সূত্রে খবর। চার বছর আগে তৈরি করা হয়েছিল বলে জানা গিয়েছে। ওষুধের গুদাম হিসেবে ব্যবহার করা হলেও বাড়িটির ওপরের তলায় বেশকিছু জন থাকতেন। বর্তমানে বাড়িটির বেসমেন্টে কিছু মেরামতির কাজও চলছিল। এর মাঝেই  হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি । এই দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই প্রথমে ৪ জনের মৃত্যু হয়। পরে মৃতের সংখ্যা বেড়ে হয় ৮।

আহতদের দেখতে হাসপাতালে যোগী আদিত্যনাথ

#WATCH | Lucknow building collapse incident: Uttar Pradesh Chief Minister Yogi Adityanath meets the injured at a hospital in Lucknow.