UPI Transactions in India: নগদ ছেড়ে অনলাইন লেনদেনে বাড়ছে ঝোঁক, অবাক করা রিপোর্ট তুলে ধরলেন কেন্দ্রীয় মন্ত্রী
UPI Transactions in India: মোদীর ডিজিটাল ইন্ডিয়া-র পথেই এগোচ্ছে দেশবাসী। নগদে নয়, বরং অনলাইন লেনদেনের দিকেই বেশি ঝুঁকছে নাগরিক সমাজ। দেশজুড়ে ইউপিআই লেনদেন প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোমবার ৭ অক্টোবর একটি রিপোর্ট প্রকাশ করেন। তাতে তিনি উল্লেখ করেন, ভারতে প্রতিদিন 493 মিলিয়ন ইউপিআই লেনদেন হয়। অনলাইন লেনদেন যে পরিমাণ টাকা যাওয়া আসা করে বছর শেষ তার অঙ্ক দাঁড়ায় 3 ট্রিলিয়ন ডলারে। ভারতীয় মূল্যে যার পরিমাণ অনুমানিক ২৫,১৯৭১ কোটি টাকা।
অনলাইন লেনদেনের বাড়ছে ঝোঁক...