উত্তরপ্রদেশের লখিমপুরে মায়ের অবর্তমানে মেয়েকে ধর্ষণের চেষ্টা, প্রেমিকের যৌনাঙ্গ কেটে শাস্তি দিল মা

Photo Credit_File Image

ভয়াবহ এক ঘটনা ঘটে গেল উত্তরপ্রদেশে।  বুধবার নয়াদিল্লির প্রায় ১০০ মাইল পূর্বে লখিমপুর খেরির মহেবগঞ্জ এলাকায় এক মহিলা তাঁর প্রেমিকের যৌনাঙ্গ কেটে দিল।জানা গেছে মহিলার ৩২ বছর বয়সী সেই প্রেমিক, প্রেমিকার  ১৪ বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টা করছিল,তখন মহিলা সামনে ছিলেন না। ফার্মে কাজ করছিলেন। কিন্তু চিৎকারের আওয়াজ শুনে এসে সেই ঘটনা দেখেন। তারপরই রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে তাকে শিক্ষা দেওয়ার জন্য তার গোপনাঙ্গ কেটে ফেলেন।৩৬ বছর বয়সী ঐ মহিলা জানান- 'আমি যা করেছি তার জন্য আমার কোন অনুশোচনা নেই।"

পুলিশ বলছে, যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইনে ধর্ষণের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।বর্তমানে ওই ব্যক্তির অবস্থা গুরুতর এবং তাকে চিকিৎসার জন্য লক্ষৌতে রেফার করা হয়েছে।



@endif