Unnao Bus Accident: বুধ সকালে ভয়াবহ দুর্ঘটনা, বাসের সঙ্গে কন্টেনারের ধাক্কা, ঘটনায় প্রাণ গেল ১৮ জনের, গুরুতর জখম ৩০, দেখুন ভিডিয়ো
চোখের নিমেষে যেন মৃত্যুপুরীতে পরিণত হয় খনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের বেহতামুজাওয়া এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
নয়াদিল্লিঃ বুধবার সকালে (Uttar Pradesh) উন্নাওতে সড়ক দুর্ঘটনা (Road Accident)। লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ১৮ জন মারা গিয়েছেন। এবং আহত ৩০ জনের বেশি আহত হয়েছে। জানা গিয়েছে,উন্নাওয়ের লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের (Lucknow-Agra Expressway) বেহতামুজাওয়া এলাকায় একটি দুধের কন্টেনারে (Milk Container) সজোরে ধাক্কা মারে ডবল ডেকার বাস। দুর্ঘটনার শিকার স্লিপার বাসটি বিহারের শিবগড় থেকে দিল্লির দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। দুধের কন্টেনারে ধাক্কা দিয়ে উল্টে যায় বাসটি। ওই বাসের যাত্রীদের বেশিরভাগই তখন ঘুমে আচ্ছন্ন। আচমকা ধাক্কায় ঘুম ভাঙতেই সব শেষ! এই ঘটনা ঘটয়ার সঙ্গে-সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় যাত্রীদের দেহ। চোখের নিমেষে যেন মৃত্যুপুরীতে পরিণত হয় খনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের বেহতামুজাওয়া এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আহতদের মধ্যে বেশকিছু জনের অবশা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।অন্যদিকে মৃতদেহগুলি উদ্ধারে কাজ চলচ্ছে।