Nitin Gadkari: পঞ্জাবে জাতীয় সড়ক বানাতে গিয়ে স্থানীয়দের হাতে নিগৃহিত সরকারি কর্মী, নিরপেক্ষ তদন্ত না হলে প্রকল্প বাতিলের হুমকি কেন্দ্রীয় মন্ত্রীর

পঞ্জাবের লুধিয়ানায় জাতীয় সড়ক প্রকল্প নিয়ে বিক্ষোভের মুখে পড়েন ইঞ্জিনিয়ার সহ কেন্দ্র সরকারের কর্মীরা। দিল্লি-অমৃতসড়-কাটরা মাল্টি প্রজেক্ট করতে গিয়ে বাধা দেয় স্থানীয় বাসিন্দা।

Union Minister Nitin Gadkari

পঞ্জাবের লুধিয়ানায় জাতীয় সড়ক প্রকল্প নিয়ে বিক্ষোভের মুখে পড়েন ইঞ্জিনিয়ার সহ কেন্দ্র সরকারের কর্মীরা। দিল্লি-অমৃতসড়-কাটরা মাল্টি প্রজেক্ট করতে গিয়ে বাধা দেয় স্থানীয় বাসিন্দা। আর এই বিক্ষোভের মাঝে আক্রান্ত হয় ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাকটররা। গুরুতর আহত অবস্থায় তাঁরা ভর্তি হাসপাতালে। এই নিয়ে এবার রাজ্য সরকারকে কড়া বার্তা দিলেন সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গড়করি (Nitin Gadkari)। শনিবার তিনি মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের (Bhagwant Singh Mann) উদ্দেশ্যে জানান, "আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি যাতে তাঁরা এই নিয়ে কড়া পদক্ষেপ নেয়। এই বিষয়ে এফআইআর দায়ের করে অভিযুক্তদের শাস্তি দিলে এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি ঘটবে না বলে আশা করা যায় এবং এনএইচএআইয়ের (National Highways Authority of India) কর্মীরা মধ্যেও আস্থা ফিরে আসবে"।

গড়করি আরও বলেন, "এটা লক্ষ্যণীয় বিষয় যে ভূমি অধিগ্রহণ নিয়ে রাজ্য সরকার সেরকম হস্তক্ষেপ কছে না বলে সড়ক বানানো নিয়ে সমস্যা তৈরি হচ্ছে। আক্রান্ত হচ্ছেন আমাদের কর্মীরা। এমনকী স্থানীয় বাসিন্দারাও দাবি করছে এনএইচএআই যাতে প্রকল্পের কাজ বন্ধ করে। যদি এই সমস্যার দ্রুত সমাধান না হয় তাহলে ১৪ হাজার ২৮৮ কোটি টাকার এই ২৯৩ কিলোমিটার দীর্ঘ এই সড়ক প্রকল্পের কাজ বাতিল করা ছাড়া কেন্দ্রের কোনও উপায় থাকবে না"।



@endif