Indian IT Minister Warns WhatsApp: ভারতের বিকৃত ম্যাপ টুইটের শাস্তি! হোয়াটসঅ্যাপকে কড়া হুঁশিয়ারি দিল্লির
ভারতের মানচিত্রকে বিকৃত করে টুইট করে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ইসলামাবাদের ভাগে আর চিন যেগুলো জায়গা গুলো নিয়ে দিল্লির সঙ্গে লড়াই করার চেষ্টা করে সেগুলো বেজিংকে দিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি করল ফেসবুকের অধীনস্থ মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।
নয়াদিল্লি: কেন্দ্রে আসীন এনডিএ (NDA) সরকারের (government) মন্ত্রীরা (Minister) যখন পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে (Pakistan-occupied Kashmir) ভারতে (India) ফিরিয়ে আনার বিষয়ে পরিকল্পনা (plan) করছেন। জম্মুর প্রকাশ্য জনসভায় দাঁড়িয়েই এই নিয়ে কথা বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রী। সেই সময়ে ভারতের মানচিত্রকে বিকৃত করে (incorrect map of India) টুইট (tweets) করে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ইসলামাবাদের ভাগে আর চিন (China) যেগুলো জায়গা গুলো নিয়ে দিল্লির সঙ্গে লড়াই করার চেষ্টা করে সেগুলো বেজিংকে দিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি করল ফেসবুকের অধীনস্থ মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp)। টুইট করে বিশ্ববাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাতে আর চিন-পাকিস্তানকে খুশি করতে গিয়ে দিল্লির চোখরাঙানি সহ্য করতে হল।
ইতিমধ্যে এই কাণ্ডের জন্য মার্ক জুকেরবার্গের নিয়ন্ত্রণাধীন সংস্থাকে কড়া হুঁশিয়ারি (tough warning দিয়েছে ভারতের ইলেকট্রনিক্স ও ও প্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর (Indian Minister of State for Electronics And IT, Rajeev Chandraeskher)। শনিবার বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি মেটা-র অধীনস্থ সংস্থাটিকে (Meta-owned company) অবিলম্বে তাদের নিউইয়ার সেলিব্রেশন লাইভ স্ট্রিমিং লিঙ্ক (New Year celebration live-streaming link) থেকে ভারতের বিকৃত মানচিত্র সরিয়ে নিতে বলেছেন। সেই সঙ্গে ভারতের মাটিতে ব্যবসা (business) করে এরকম সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে (Social media platforms) অবশ্যই ভারতের সঠিক মানচিত্র Correct maps of India) ব্যবহার (use) করার নির্দেশ দিয়েছেন।
এপ্রসঙ্গে টুইট করেছেন, "ডিয়ার হোয়াটসঅ্যাপ (Dear @WhatsApp) আপনাদের অনুরোধ দয়া করে ভারতীয় মানচিত্রটি যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করুন। সমস্ত মাধ্যম যারা ভারতে ব্যবসা করতে চায় বা এদেশে তাদের চালু থাকা ব্যবসা চালিয়ে নিয়ে যেতে চায় তাদের অবশ্যই সঠিক ভারতীয় মানচিত্র ব্যবহার করতে হবে।"