Uber Experience: ড্রাইভারকে শুধু এসি চালাতে বলেছিলেন, তারপর যা হল তা হয়তো জীবনেও ভুলতে পারবেন না ক্যাব যাত্রী!

তাঁর পোস্টের নীচে কয়েকজন ব্যাঙ্গালোরবাসী একই ঘটনার শিকার হয়েছেন বলে জানান।

প্রতীকী ছবি (Photo Credit: File)

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে একটি খবর। একজন 'রেডিট' (Reddit )ব্যবহারকারী অভিযোগ করেন, ব্যাঙ্গালুরুতে উবারে (Uber) চেপেছিলেন তিনি। গরম লাগায় ড্রাইভারকে (Driver) এসি (AC) চালিয়ে দিতে বলেন। ড্রাইভার কন্নড় (kannada ) ভাষায় জানতে চান কেন এসি চালাতে হবে? এবং তিনি বলতে থাকেন, এসি লাগলে রাইড বাতিল করে নেমে যেতে। এককথা, দু'কথায় তাঁদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে এসি চালিয়ে তীব্র গতিতে বেপরোয়াভাবে গাড়ি চালাতে শুরু করেন চালক। ভয়ে গাড়ি থামানোর অনুরোধ করেন যাত্রী। তবে কোনও কথায় কান দেননি চালক। যাত্রীর অভিযোগ, 'ভার্টিগো'-এর সমস্যা রয়েছে, তাই তিনি অসুস্থ বোধ করছেন, তা জানানো সত্ত্বেও গাড়ি থামাননি চালক। পরিস্থিতি হাতের বাইরে বের হতে শুরু কলে 'উবার সাপোর্ট'-এ অভিযোগ জানান যাত্রী। এরপর ওই যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিয়ে তাঁর নাম, বাড়ির ঠিকানা সব লিখতে শুরু করেন চালক। যাত্রীর আরোও অভিযোগ, এমনভাবে এই তথ্যগুলি তিনি লিখছিলেন যা দেখে মনে হয়েছিল পরে তাঁর উপর হামলা করবেন ওই চালক। গোটা ঘটনায় ভীত রেডিট ব্যবহারকারী। তাঁর পোস্টের নীচে কয়েকজন , ব্যাঙ্গালুরুবাসী একই ঘটনার শিকার হয়েছেন বলে জানান।