Haridwar Jail: হরিদ্বারের জেলে রামলীলায় হনুমান সেজে পালাল খুন, অপহরণে দোষী দুই কয়েদী
হলিউডের চিত্রনাট্যকে হার মানানো কায়দায় উত্তরাখণ্ডে পালিয়ে গেল জেলবন্দি দুই কয়েদী। জেলবন্দি ও কর্মীদের নিয়ে উত্তরাখণ্ডের পূণ্যভূমি হরিদ্বারের সংশোধনাগারে আয়োজিত হয়েছিল রামলীলার।
হলিউডের চিত্রনাট্যকে হার মানানো কায়দায় উত্তরাখণ্ডে পালিয়ে গেল জেলবন্দি দুই কয়েদী। জেলবন্দি ও কর্মীদের নিয়ে উত্তরাখণ্ডের পূণ্যভূমি হরিদ্বারের সংশোধনাগারে আয়োজিত হয়েছিল রামলীলার। সেই রামলীলা নাটকে হনুমানের ভূমিকায় অভিনয় করা কয়েদী পালিয়ে গেল। রামলীলা একটি দৃশ্যে সীতাকে খুঁজতে হনুমান পাঁচিল টপকায়। সেটা ছিল জেলের পাঁচিল। ব্যস, সেই সুযোগে 'হনুমান'সেই গেল আর জেলে ফিরে এল না। খোঁজে খোঁজ করলেও পলাতক দুই কয়েদীর কোন খোঁজ পেলেন না জেলরক্ষীরা।
পরে দেখা যায় রামলীলার সুযোগ নিয়ে হরিদ্বারের জেলের দুজন কয়েদী পালিয়ে গিয়েছে। তাদের মধ্যে একজন খুন ও অপহরণের দায়ে আদালতে দোষী সাব্যস্ত হয়েছে। আর একজন কয়েদীর বিরুদ্ধে আদালতে মামলা চলছে।
হরিদ্বারের জেল থেকে পালাল দুই বন্দী
পলাতক দুই বন্দীর নাম পঙ্কজ ও রাজকুমার বলে জানিয়েছে হরিদ্বার জেল কর্তৃপক্ষ। পলাতক কয়েদীরা ধরতে বিশেষ দল গড়া হয়েছে। পলাতক কয়েদীরা দ্রুত ধরা পড়া যাবে পুলিশ জানিয়েছে।