Madhya Pradesh: ট্রাকভর্তি নুড়ি ফেলে প্রতিবাদী মহিলাদের জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, জ্ঞানহীন অবস্থায় উদ্ধার আক্রান্তদের, দেখুন ভিডিও

জমির সীমানার মধ্যে ঢুকে যাচ্ছে সরকারি রাস্তা। তার প্রতিবাদের ট্রাক আটকে প্রতিবাদ করলেন গ্রামের বেশ কয়েকজন মহিলা।

কোনওভাবেই যাতে ট্রাকের দরজা খুলে নুড়ি না ফেলা হয় তার জন্য ট্রাকের পেছনে বসে প্রতিবাদ করছিলেন দুই মহিলা। আর সেই কারণেই ঘটল বিপত্তি। আচমকাই ট্রাকের পেছনের ডালা খুলে যায়। তারপরেই পাথরের তলায় চাপা পড়ে যায় দুই মহিলা। এরপর তড়িঘড়ি গ্রামের বাসিন্দারা তাঁদের উদ্ধার করতে এগিয়ে আসে। এরপর দুজনকে অচৈতন্য অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁরা সুস্থ রয়েছেন। অন্যদিকে এই ঘটনার পরে স্থানীয় প্রশাসনের প্রতি ক্ষোভ উগরে দিয়েছে এলাকাবাসী।

জানা যাচ্ছে রেভা জেলার হিনৌতা (Hinauta) গ্রামের দুই মহিলা মমতা পাণ্ডে ও আশা পাণ্ডে তাঁদের জমির ওপর দিয়ে রাস্তা তৈরি করা নিয়ে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল। প্রতিবারই রাস্তা বানানোর কাজ আটকে দেন তাঁরা। এদিনও সেটাই হচ্ছিল। ট্রাক আটকে রেখে বেশ কয়েকঘন্টা ধরে প্রতিবাদ চালাচ্ছিলেন দুই মহিলা এবং তাঁদের পরিবারের সদস্যরা। তখনই আচমকা তাঁদের ওপর ফেলে দেওয়া হয় ওই নুড়ি পাথরগুলি। তাতেই চাপা পড়ে দমবন্ধ হয়ে অচৈতন্য হয়ে পড়ে তাঁরা।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে পাথরগুলি মাথায় পড়ার কারণে কিছু কিছু জায়গায় হালকা চোট লাগে আক্রান্তদের। তবে আপাতত তাঁরা সুস্থ রয়েছেন। এদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে ওই গ্রামের রাস্তা ওটাই, ফলে রাস্তা বানানো না হলে সমস্যায় পড়বে বহু মানুষ। তাই প্রশাসনের তরফ থেকে একাধিকবার পরিবারগুলির সদস্যদের বোঝানো হয়েছে। কিন্তু তাঁরা রাস্তা বানাতে বাধা দিচ্ছেন।



@endif