ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের

কলকাতা, ১২ অগাস্ট: ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস (TMC) কর্মীদের উপর অত্যাচার শুরু করেছে পুলিশ। এবার ফের সরব হলেন কুণাল ঘোষ। নিজের সোশ্যাল হ্যান্ডেলে কুণাল ঘোষ অভিযোগ করেন, ''আমবাসা। রাতে তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি পুলিশের হানা। তুলে নিয়ে যাওয়া। অন্ধকারে অতিসক্রিয়তা। অন্ধকারের জীবদের মতো আচরণ। গুন্ডারাজ, পুলিশরাজ দিয়ে মানুষের আন্দোলনকে ঠেকানো যাবে না। হামলা থেকে মামলা, যত এসব করবে, তত বোঝা যাবে, ভয় পেয়েছে বিজেপি (BJP)।''

সূত্রের খবর, বুধবার রাতে ত্রিপুরায় (Tripura) বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী, সমর্থককে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ। যাঁদের গ্রেফতার করা হয় বুধবার রাতে, তাঁদের মধ্যে তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্যের গাড়ির চালকও রয়েছেন বলে খবর। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলাও দায়ের করা হয়েছে বলে খবর। বুধবার রাতের ঘটনার পরপরই ফের বিজেপি সরকারের বিরুদ্ধে ফুঁসে ওঠেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।

 

এদিকে ত্রিপুরার খোয়াই থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), ব্রাত্য বসু, দোলা সেনদের বিরুদ্ধে যে মামলায় দায়ের করা হয়েছে, তা মিথ্যে, অহেতুক এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেন পশ্চিমবঙ্গের (West Bengal) আইনমন্ত্রী মলয় ঘটক।

আরও পড়ুন: Tripura: ত্রিপুরায় অভিষেক, ব্রাত্যদের বিরুদ্ধে অভিযোগ মিথ্যে, উদ্দেশ্যপ্রণোদিত, দাবি তৃণমূলের

২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস যেভাবে ওই রাজ্যে ঘাঁটি গড়তে শুরু করেছে, তার জেরে বিজেপি চিন্তিত বলে মনে করছে রাজনৈতিক মহল। এমনকী, বিপ্লব দেবকে সম্প্রতি দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফে। তবে কী কারণে বিপ্লব দেবকে ডেকে পাঠানো হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের আগে কীভাবে তৃণমূল কংগ্রেসকে রুখে দেওয়া যায়, সেই রণকৌশল তৈরি করতেই মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠানো হয়েছে বলেও মনে করছে রাজনৈতিক মহল।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Exit Poll 2024 West Bengal: বাংলায় মোদী ঝড়ে ধরাশায়ী হবেন মমতা! ইঙ্গিত বেশীরভাগ এক্সিট পোলে, জানুন কে কটা আসন পেতে পারে

Lok Sabha Elections 2024 WB Exit Poll: বাংলায় কে কটা আসন পেতে পারে, এক্সিট পোলের বাইরে দলগুলির অন্দরের হিসেব কী বলছে

Exit Poll 2024: দক্ষিণ ভারতে দাগ কাটছে বিজেপি, এক্সিট পোলে মোদী হাওয়ার আভাস

Locket Chatterjee: ২৬-এর আগেই তৃণমূল সরকারের পতন হবে, দাবি লকেট চট্টোপাধ্যায়ের

Abhishek Banerjee: ধ্যান করার হলে ঘরে করুক, মানুষের টাকা নষ্ট করে মিডিয়ার নজরে এসে কী লাভ? মোদীর ধ্যান নিয়ে মন্তব্য অভিষেকের

Tapas Roy: গো ব্যাক স্লোগানের মুখোমুখি এবার তাপস রায়! বিজেপি প্রার্থীকে দেখে বিক্ষোভ প্রদর্শন তৃণমূলের

Lok Sabha Elections 2024: '২০১১ সাল থেকে ভোট দিতে পারিনি', শেষ দফার নির্বাচনে ভোট দিয়ে বললেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র

Lok Sabha Election 2024:লোকসভা নির্বাচনে জনসভার ডাবল সেঞ্চুরির রেকর্ড তেজস্বীর, প্রধানমন্ত্রী কত জনসভা ও রোড শো করেছেন? জানুন এখানে