Madhya Pradesh: অভূতপূর্ব! পাথর থেকে লোহা তৈরি করছে মধ্যপ্রদেশের আদিবাসী পরিবার

ওই পরিবারের এক সদস্য মোতি সিং মারাভি জানান, প্রাচীন বৈজ্ঞানিক পদ্ধতিতে পাথর থেকে তৈরি করা লোহাতে জং পড়ে না। আর রাজ্যের মান্ডলা, ডিন্ডোরি, বলাঘাট ও সিদ্ধি জেলায় বসবাসকারী আগারিয়া সম্প্রদায়ের মানুষদের মধ্যে কেউ কেউ এখনও এভাবে পাথর থেকে লোহা তৈরি করে।

Photo Credits: ANI

ভোপাল: পাথর (Stone) থেকে মন্দির, রাস্তা বা ঘর-বাড়ি তৈরির কথা প্রাচীনকাল থেকেই শুনে আসছি আমরা। কিন্তু, পাথর দিয়ে লোহা (iron) তৈরির ঘটনা মনে হয় কেউ কোনওদিন শোনেননি। অভূতপূর্ব এই ঘটনাটিই ঘটেছে মধ্যপ্রদেশের (Madhyapradesh) ডিন্ডোরি (Dindori) জেলায়। তবে এই ঘটনার মধ্যে অলৌকিক কিছু নেই বলে দাবি করা হয়েছে পাথর থেকে লোহা তৈরি করে যে আদিবাসী পরিবার তাদের তরফে। নির্দিষ্ট একটি পাথর থেকে প্রাচীন বৈজ্ঞানিক পদ্ধতি (traditional scientific process) মেনে তারা লোহা তৈরি করে বলে জানিয়েছে। আর এই পাথর তারা জঙ্গল (Forests) থেকে সংগ্রহ করে বলেও উল্লেখ করে।

শনিবার থেকে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে (Bhopal) শুরু হয়েছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল ২০২২ (India International Science Festival 2022)। মৌলানা আজাদ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (Maulana Azad National Institute of Technology) ক্যাম্পাসে চলা চারদিনের এই বিজ্ঞান সম্মেলনে যোগ দিতে ডিন্ডোরি জেলা থেকে ৪৬০ কিলোমিটার দূরে ভোপালে আসে সাত সদস্যের ওই পরিবার।

ওই পরিবারের এক সদস্য মোতি সিং মারাভি জানান, প্রাচীন বৈজ্ঞানিক পদ্ধতিতে পাথর থেকে তৈরি করা লোহাতে জং পড়ে না। আর রাজ্যের মান্ডলা, ডিন্ডোরি, বলাঘাট ও সিদ্ধি জেলায় বসবাসকারী আগারিয়া সম্প্রদায়ের মানুষদের মধ্যে কেউ কেউ এখনও এভাবে পাথর থেকে লোহা তৈরি করে।

তিনি আরও বলেন, "একশ বছরের বেশি সময় ধরে আমাদের পরিবার এই লোহা তৈরির ব্যবসা করে আসছে। আমিও ছোটবেলা থেকে এই কাজ করছি। আমার পূর্বপুরুষরা এই কাজ শুরু করেছিল। সেই ঐতিহ্য বজায় রাখার জন্যই এই কাজ করে আসছি আমরা।"



@endif