Covid Vaccination In India: দেশে মোট কোভিড টিকাকরণ ১৯০ কোটির গণ্ডি পার করেছে, জানাল স্বাস্থ্য মন্ত্রক

দেশে কোভিড টিকাকরণ (Covid Vaccination In India) ১৯০ কোটির গণ্ডি পার করল। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) জানিয়েছে, এ পর্যন্ত ১২-১৪ বছর বয়সি ৩ কোটি ১ লাখ ৯৭ হাজার ১২০ শিশুকে কোভিড টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। ১৮-৫৯ বছর বয়সিদের ৯ কোটি ৯৫ লাখ ২৫৬টি সতর্কতা ডোজ দেওয়া হয়েছে। ১০ এপ্রিল থেকে বেসরকারি হাসপাতাল বা টিকাকরণ কেন্দ্রে ১৮ বছরের বেশি বয়সিদের সতর্কতা ডোজ দেওয়া শুরু হয়েছে। দ্বিতীয় ডোজ পাওয়ার ৯ মাস পরে সতর্কতামূলক ডোজ নেওয়া যাবে।

COVID 19 Vaccine (Photo Credit: File Photo)

নতুন দিল্লি, ৭ মে: দেশে কোভিড টিকাকরণ (Covid Vaccination In India) ১৯০ কোটির গণ্ডি পার করল। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) জানিয়েছে, এ পর্যন্ত ১২-১৪ বছর বয়সি ৩ কোটি ১ লাখ ৯৭ হাজার ১২০ শিশুকে কোভিড টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। ১৮-৫৯ বছর বয়সিদের ৯ কোটি ৯৫ লাখ ২৫৬টি সতর্কতা ডোজ দেওয়া হয়েছে। ১০ এপ্রিল থেকে বেসরকারি হাসপাতাল বা টিকাকরণ কেন্দ্রে ১৮ বছরের বেশি বয়সিদের সতর্কতা ডোজ দেওয়া শুরু হয়েছে। দ্বিতীয় ডোজ পাওয়ার ৯ মাস পরে সতর্কতামূলক ডোজ নেওয়া যাবে।

গত বছরের ১৬ জানুয়ারি থেকে দেশব্যাপী কোভিড টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছিল। প্রথম পর্যায়ে স্বাস্থ্যসেবা কর্মীদের টিকা দেওয়া হয়েছিল। ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেওয়া শুরু হয় ২ ফেব্রুয়ারি থেকে। পরবর্তী পর্যায়ে ৬০ বছরের বেশি এবং ৪৫ বছর বা তার বেশি বয়সি কোমর্বিডিটি থাকা ব্যক্তিদের জন্য টিকাকরণ শুরু হয়েছিল ওই বছরেরই মার্চ মাসে।

গত বছরের ১ এপ্রিল থেকে ৪৫ বছরের বেশি বয়সি সকলকে টিকা দেওয়া শুরু হয়। মে মাস থেকে শুরু হয় ১৮ বছরের বেশি বয়সিদের টিকাকরণ। চলতি বছরের ৩ জানুয়ারি থেকে শুরু হয় ১৫-১৮ বছর বয়সি কিশোর-কিশোরীদের টিকাকরণ। ১০ জানুয়ারি থেকে স্বাস্থ্যসেবা এবং ফ্রন্টলাইন কর্মী এবং আগে থেকেই অসুস্থতায় ভোগা ৬০ বছরের বেশি বয়সি ব্যক্তিদের সতর্কতামূলক ডোজ দেওয়া শুরু হয়েছে।