Jammu And Kashmir: কুলগামে গুলির লড়াইয়ে খতম প্রথমসারির হিজবুল কমান্ডার, উত্তপ্ত জম্মু কাশ্মীর
২০১৮ সালে থেকে মুদাসির ওয়েগে পুলিশের নজরে। প্রায় ৩ বছর ধরে পুলিশ হিজবুলের ওই জঙ্গির খোঁজ করছিল। এমনকী, জম্মু কাশ্মীর পুলিশের নজরে প্রথমসারির যেকজন জঙ্গি রয়েছে, তাদের মধ্যে একজন মুদাসির।
শ্রীনগর, ২০ নভেম্বর: কুলগামের (Kulgam) আসমুজিতে সেনা, জঙ্গি গুলির লড়াইয়ে নিহত হিজবুল মুজাহিদিনের প্রথমসারির একজন কমান্ডার। এমনই জানা যাচ্ছে জম্মু কাশ্মীর পুলিশের (Police) তরফে। শনিবার সকালে কুলগামের আসমুজিতে আচমকাই গুলির লড়াই শুরু হয়ে যায় সেনা বাহিনীর সঙ্গে জঙ্গিদের। ওই গুলির লড়াইয়ের নিহত হয় হিজবুলের এক কমান্ডার। মুদাসির ওয়েগে নামে হিজবুলের ওই প্রথমসারির কমান্ডার মালওয়ানের বাসিন্দা বলে খবর।
জানা যাচ্ছে, ২০১৮ সালে থেকে মুদাসির ওয়েগে পুলিশের নজরে। প্রায় ৩ বছর ধরে পুলিশ হিজবুলের ওই জঙ্গির খোঁজ করছিল। এমনকী, জম্মু কাশ্মীর (Jammu And Kashmir) পুলিশের নজরে প্রথমসারির যেকজন জঙ্গি রয়েছে, তাদের মধ্যে একজন মুদাসির।
কুলগামের আসমুজিতে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। পুলিশের কাছে এমন খবর ছিলই। সেই অনুযায়ী, শনিবার সকালে গোটা এলাকা ঘিরে ধরে তল্লাশি শুরু করে জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ। গোটা এলাকা ঘিরে ধরে তল্লাশির সময়ই সন্দেহভাজন জঙ্গিকে চিহ্নিত করে পুলিশ। এরপর গুলি চালানো শুরু হয়। গোলাগুলির সময়ই ঝাঁঝরা হয়ে যায় হিজবুল মুজাহিদিনের ওই প্রথম সারির জঙ্গি।
গত ১৭ নভেম্বরও কুলগামে সেনা, জঙ্গি গুলির লড়াই শুরু হয়। যার জেরে ২ জঙ্গি নিহত হয় বলে খবর।