Top GST Revenue States: মার্চে কোন রাজ্য জিএসটি আদায়ে শীর্ষে, বাংলা থেকে কেন্দ্রের কোষাগারে গেল কত

জিএসটি (GST) আদায়ে দেশের মধ্যে সবার শীর্ষে মহারাষ্ট্র। বানিজ্য রাজ্য মহারাষ্ট্র থেকে চলতি বছর মার্চে আদায় হয়েছে দেশের মধ্যে সর্বোচ্চ ২২ হাজার ৬৯৫ কোটি টাকা।

(Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১ এপ্রিল: জিএসটি (GST) আদায়ে দেশের মধ্যে সবার শীর্ষে মহারাষ্ট্র। বানিজ্য রাজ্য মহারাষ্ট্র থেকে চলতি বছর মার্চে আদায় হয়েছে দেশের মধ্যে সর্বোচ্চ ২২ হাজার ৬৯৫ কোটি টাকা। মহারাষ্ট্রের পর জিএসটি দ্বিতীয় স্থানে আছে কর্ণাটক (১০ হাজার ৩৬০ কোটি টাকা)। নরেন্দ্র মোদী, অমিত শাহ-র রাজ্য গুজরাট আছে তিন নম্বরে। গুজরাট থেকে গত মাস, মার্চে আদায় ৯ হাজার ৯১৯ কোটি টাকার জিএসটি। মার্চে দক্ষিণ ভারতের মধ্যে সবচেয়ে বেশী জিএসএসটি আদায় হয়েছে কর্ণাটক থেকে।

পূর্ব ভারতের মধ্যে মার্চে জিএসটি আদায়ে পশ্চিমবঙ্গই সেরা। দেশের মধ্যে জিএসটি আদায়ে মার্চে বাংলা থাকল সাত নম্বরে, উত্তরপ্রদেশের পিছনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা থেকে মার্চ ৫ হাজার ৯২ কোটি টাকা জিএসটি-র মাধ্যমে কেন্দ্রের কাছে জমা হয়েছে। আরও পড়ুন-PM Modi In Bhopal: ভোপাল-দিল্লি বন্দে ভারত ট্রেনের মধ্যে স্কুলছাত্রী ও রেলকর্মীদের সঙ্গে গল্পে মত্ত মোদি, দেখুন ভিডিয়ো

দেখুন পরিসংখ্যান

বাংলা, উত্তরপ্রদেশের থেকে বেশী জিএসটি আদায় হয়েছে হরিয়ানা থেকে। মার্চে উত্তরপ্রদেশে যেখানে ৭ হাজার ৬১৩ কোটি টাকা আদায় হয়েছে। সেখানে হরিয়ানায় এই সময়ের মধ্যে জিএসটি থেকে আদায় হয়েছে ৭ হাজার ৭৮০ কোটি টাকা। বাংলার পর সবচেয়ে বেশী জিএসটি আদায় হয়েছে দেশের রাজধানী দিল্লি থেকে। অরবিন্দ কেজরিওয়ালের রাজ্যে থেকে জিএসটি আদায় হয়েছে ৪ হাজার ৮৪০ কোটি।