PM Narendra Modi: ৯১ নতুন এফএম ট্রান্সমিটারের উদ্বোধন মোদীর, দেশের আরও ২ কোটি মানুষের কাছে পৌঁছে গেল এফএম পরিষেবা
দেশের আরও ২ কোটি মানুষের কাছে পৌঁছে গেল এতদিন অধরা থাকা এফএম রেডিও পরিষেবা। এফএম পরিষেবা দেশের ৮৪টি জেলায় আরও ৩৫ হাজার স্কোয়ার কিলোমিটার ছড়িয়ে গেল।
নতুন দিল্লি, ২৮ এপ্রিল: দেশের আরও ২ কোটি মানুষের কাছে পৌঁছে গেল এতদিন অধরা থাকা এফএম রেডিও পরিষেবা। এফএম পরিষেবা দেশের ৮৪টি জেলায় আরও ৩৫ হাজার স্কোয়ার কিলোমিটার ছড়িয়ে গেল। শুক্রবার দেশের ১৮টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৪টি জেলায় ৯১ এফএম ট্রান্সমিটারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৯১ নতুন এফএম ট্রান্সমিটার (১০০ ওয়াট)-এর মধ্যে ১টি পেল বাংলা। সর্বাধিক পেল রাজস্থান (৯টি)।
প্রধানমন্ত্রীর 'মন কী বাত' অনুষ্ঠানের একশোতম পর্বের আগে এই পরিষেবার উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। দেশে প্রযুক্তিগত বিপ্লবের ফলে রেডিয়ো পরিষেবা নতুন অবতারে আসতে পেরেছে বলে দাবি করেন মোদী। অল ইন্ডিয়া রেডিও-র অল ইন্ডিয়া এফএম-এর পথে এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি। এমন কথা বললেন প্রধানমন্ত্রী। আরও পড়ুন-আত্মহত্যা? অভিনেত্রী জিয়া খানের মা সত্য প্রকাশের অপেক্ষায় ১০ বছর ধরে
দেখুন টুইট
ডিডিটাল ভারত রেডিওকে নতুন শ্রোতা দিতে পেরেছে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এফএম, পডকাস্টের মত জিনিসের সাহায্য রেডিও লুপ্ত না হয়ে নতুন অবতারে ধরা দিয়েছে বলে জানান মোদী। এফএম রেডিও এবং ডিটুএইচ ভবিষ্যতের ডিজিটাল ভারতের জন্য জানলা খুলে দিয়েছে বলে দাবি করেন তিনি।