Tripura Municipal Election 2021: ত্রিপুরা পুর নির্বাচনের ভোট গণনা স্থগিত রাখা হোক, দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল

ত্রিপুরা পুর নির্বাচনে (Tripura Municipal Election 2021) অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়নি, এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) গেল তৃণমূল কংগ্রেস। আদালতের নজরদারিতে তদন্তেরও দাবি জানিয়েছে তারা। আবেদনে তৃণমূলের দাবি, পুর ভোটের গণনা স্থগিত করা হোক। কারণ, ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি। ইতিমধ্যেই ত্রিপুরার আগরতলায় পুনর্নির্বাচনের (Agartala ) দাবি জানিয়েছে তৃণমূল। একই দাবি জানিয়েছে বামেরাও।

Supreme Court (Photo Credits: IANS)

আগরতলা, ২৫ নভেম্বর: ত্রিপুরা পুর নির্বাচনে (Tripura Municipal Election 2021) অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়নি, এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) গেল তৃণমূল কংগ্রেস। আদালতের নজরদারিতে তদন্তেরও দাবি জানিয়েছে তারা। আবেদনে তৃণমূলের দাবি, পুর ভোটের গণনা স্থগিত করা হোক। কারণ, ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি। ইতিমধ্যেই ত্রিপুরার আগরতলায় পুনর্নির্বাচনের (Agartala ) দাবি জানিয়েছে তৃণমূল। একই দাবি জানিয়েছে বামেরাও।

ত্রিপুরার পরিস্থিতি নিয়ে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়। পাশাপাশি, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে ভোট পিছনোর দাবিও তোলা হয়। যদিও, সুপ্রিম কোর্ট ভোট পিছনোর দাবি খারিজ করে দিয়ে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের স্বার্থে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল। আরও পড়ুন: Earthquake: ভোরবেলা ভূমিকম্প ভারত-মায়ানমার সীমান্তে, টের পাওয়া গেল কলকাতা, বাংলাদেশেও

আগরতলার সব বুথকেই ‘স্পর্শকাতর’ ঘোষণা করেছিল ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন। বুথে মোতায়েন হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। কিন্তু গতকাল ভোটের দিন হিংসা ও অশান্তি রোখা গেল না। আগরতলার একাধিক ওয়ার্ডে আক্রান্ত হয়েছেন বিরোধী দলগুলির প্রার্থী, পোলিং এজেন্ট ও কর্মীরা। এছাড়াও ক্যাম্প অফিস ভেঙে দেওয়া, তৃণমূল প্রার্থীকে মারধর করা, অন্যের ভোট দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সব ক্ষেত্রেই বিজেপির বিরুদ্ধে অভিযোগের তির।

ভোটপর্ব শেষের আগেই তৃণমূলের তরফে আগরতলার সব বুথে পুনর্নির্বাচন দাবি করা হয়। একই দাবি জানিয়েছে সিপিএমও। প্রার্থীদের উপর হামলা এবং ভোট লুঠের অভিযোগ আগরতলা পশ্চিম থানার সামনে বিক্ষোভও শুরু করেন বাম কর্মী-সমর্থকরা। যদিও বিরোধীদের দাবি উড়িয়ে দিয়েছেন ত্রিপুরার বিজেপি রাজ্য সভাপতি মানিক সাহা। তিনি বলেন, উৎসবের মেজাজে ভোট হয়েছে। মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে।