Tipu Sultan Garden Row: টিপু সুলতানের নামাঙ্কিত বাগানের নাম পরিবর্তনের নির্দেশ মন্ত্রী মঙ্গল প্রভাত লোধার

Photo Credit:Wikimedia Commons

মুম্বই শহরতলির অভিভাবক মন্ত্রী মঙ্গল প্রভাত লোধা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন মালাদের বাগান থেকে টিপু সুলতানের নাম বাদ দিতে। এমভিএ সরকারের আমলে কংগ্রেস মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক আসলাম শেখের সভাপতিত্বে একটি অনুষ্ঠানে টিপু সুলতানের নামে বাগানটির নামকরণ করা হয়েছিল।সেই সময়েও বিজেপির তরফে এই নামের তীব্র বিরোধিতা হয়েছিল। তাঁরা বলেছিল ১৮ শতকের মহীশূরের শাসক টিপু সুলতান হিন্দুদের উপর যথেচ্ছ অত্যাচার করেছিলেন এবং সেই কারণে তার নামে জনসাধারণের প্রয়োজনীয় কোনও বিষয়ের নাম রাখা মেনে নেওয়া হবে না।

বর্তমানে বিজেপি সমর্থিত সরকার আসার পরেই এই সিদ্ধান্ত কার্যকর করা হল।



@endif