Kaziranga Accident: পথচারীদের ধাক্কা মেরে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ল লরি, অসমে মৃত ৩
পুলিশ সূত্রে খবর, মৃতরা হল সিকান্দার কর্মকার, জগন্নাথ কর্মকার ও আগ্নেশ কর্মকার। এই ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।
কাজিরাঙ্গা: অসমের সবথেকে বড় উৎসব মাঘ বিহুর ঠিক আগে মকর সংক্রান্তির দিন মর্মান্তিক একটি দুর্ঘটনায় (Accident) মৃত্যু হল তিন জনের। জখম হয়েছেন আরও দুজন। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে অসমের (Assam) কাজিরাঙ্গার (Kaziranga) হাতিখুলি (Hatikhuli) এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে আচমকা হাতিখুলি এলাকায় কয়েকজন পথচারীকে ধাক্কা মারে দ্রুতগতিতে আসা একটি লরি (Truck)। তারপর সেখানে থাকা একটি ব্রিজের রেলিং (bridge railing) ভেঙে নিচে গভীর খাদের (deep gorge) মধ্যে পড়ে যায়।
এপ্রসঙ্গে স্থানীয় কোহরা পুলিশ স্টেশনের সহকারী পুলিশ ইন্সপেক্টর জয়ন্ত ভোরা বলেন, "এই দুর্ঘটনার ফলে তিন জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও দুজন। লরিটি গভীর খাদ পড়ে গেছে। তাই খাদের নেমে তল্লাশি চালানো হচ্ছে। কেউ লরির নিচে চাপা পড়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।"
পুলিশ সূত্রে খবর, মৃতরা হল সিকান্দার কর্মকার, জগন্নাথ কর্মকার ও আগ্নেশ কর্মকার। এই ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।