The Kerala Story: বাংলায় নিষিদ্ধ 'দ্য কেরালা স্টোরি', প্রতিবাদে সোচ্চার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর

বাংলায় নিষিদ্ধ ঘোষণা করা হল 'দ্য কেরালা স্টোরি'নামের সিনেমাটিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যে হিংসা ও ঘৃণা ছড়ানোর কোনও ঘটনা রুখতে এই সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণা করল বাংলা সরকার।

Anurag Thakur(Photo Credits: ANI)

নতুন দিল্লি, ৮ মে: বাংলায় নিষিদ্ধ ঘোষণা করা হল 'দ্য কেরালা স্টোরি'(The Kerala Story) নামের সিনেমাটিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যে হিংসা ও ঘৃণা ছড়ানোর কোনও ঘটনা রুখতে এই সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণা করল বাংলা সরকার। যা নিয়ে প্রতিবাদে সোচ্চার হলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর। অনুরাগ ঠাকুর বললেন, এই সিনেমাটি নিষিদ্ধ ঘোষণা করে অবিচার করা হল। তোষণ ও ভোট ব্য়াঙ্ক রাজনীতির জন্য এমনটা করা হল। সম্প্রতি বাংলায় একটি মেয়ে খুন ও ধর্ষণ হল, তখন তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) কোথায় ছিলেন। সন্ত্রাসবাদীদের পাশে দাঁড়াচ্ছে ওরা।"

বাঙালী পরিচালক সুদীপ্ত সেনের দ্য কেরালা স্টোরি নিয়ে বিতর্ক চলছে। বিজেপি নেতারা সরাসরি এই সিনেমার পাশে দাঁড়িয়েছেন। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ছবিটি করুমুক্ত ঘোষমা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্য কেরালা স্টোরি সিনেমাটির প্রশংসা করেছেন। হাইকোর্টে আদা শর্মা অভিনীত এই সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণার দাবি খারিজ হয়েছিল।

দেখুন ভিডিয়ো

'দ্য কেরালা স্টোরি'সিনেমাটিকে নিয়েও বাংলার মুখ্যমন্ত্রী বলেন, " কেরালা ফাইলস কি! শুধুই সত্যিকে বিকৃত করা। এবার শুনছি ওরা এখন বেঙ্গল ফাইলস নাম দিয়ে সিনেমা বানাচ্ছে। প্রথমে ওরা কাশ্মীরকে অপমান করে সিনেমা বানিয়েছিল। এখন করা হল কেরালাকে নিয়ে। এবার পশ্চিম বাঙলাকে নিয়ে করা হবে।"



@endif