Operation Ganga Flight: বুচারেস্ট থেকে মুম্বইতে ফিরল ১৮২ জন ভারতীয়, বুদাপেস্ট থেকে দিল্লির উদ্দেশে উড়ল বিমান
ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের নিয়ে মঙ্গলবার সকালে মুম্বইতে পৌঁছাল অপারেশন গঙ্গার (Operation Ganga Flight) সাত নম্বর ফ্লাইট।
মুম্বই, ১ মার্চ: ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের নিয়ে মঙ্গলবার সকালে মুম্বইতে পৌঁছাল অপারেশন গঙ্গার (Operation Ganga Flight) সাত নম্বর ফ্লাইট। এই ফ্লাইটে রোমানিয়ার বুচারেস্ট থেকে দেশে ফিরলেন১৮২ জন ভারতীয়। এদিন ভারতীয় পড়ুয়াদের অভ্যর্থনা জানাতে মুম্বই বিমান বন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে।
মু্ম্বই বিমান বন্দরে ইউক্রেন ফেরত ভারতীয়রা
এদিকে ভারতীয় পড়ুয়াদের নিয়ে অপারেশন গঙ্গার আট নম্বর ফ্লাইট বুদাপেস্ট থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে। দেশে ফেরার বিমানে উঠে স্বস্তির শ্বাস ফেলেছেন পড়ুয়ারা। তাঁরা জানিয়েছেন, এই গোটা প্রক্রিয়াটি মসৃণ ছিল। ইউক্রেন থেকে আমাদের হাঙ্গেরিতে সরিয়ে নিয়ে আসার জন্য ভারতী দূতাবাস ও কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানাই। আমাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য তাঁরা যথাসাধ্য চেষ্টা করছেন।
বুদাপেস্টে দিল্লির ফ্লাইটে ভারতীয় ছাত্রীরা