Petrol And Diesel Prices In India On December 3, 2021: সেঞ্চুরিতে আটকে পেট্রোল, শুক্রবারেও দেশজুড়ে অপরিবর্তিত পেট্রোপণ্য়ের মূল্য
শুক্রবারেও দেশের মেট্রো শহরগুলিতে অপরিবর্তিত রইল জ্বালানি তেলের মূল্য। দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের মূল্য সমস্ত রেকর্ট ভেঙে দিয়েছে। দেশের বেশিরভাগ শহরে পেট্রোল সেঞ্চুরি টপকে গুটি গুটি পায়ে অনেকটাই এগিয়ে গেছে।
নতুন দিল্লি, ৩ ডিসেম্বর: শুক্রবারেও দেশের মেট্রো শহরগুলিতে অপরিবর্তিত রইল জ্বালানি তেলের মূল্য (Petrol and Diesel Prices in India)। দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের মূল্য সমস্ত রেকর্ট ভেঙে দিয়েছে। দেশের বেশিরভাগ শহরে পেট্রোল সেঞ্চুরি টপকে গুটি গুটি পায়ে অনেকটাই এগিয়ে গেছে। দিল্লি সরকার সম্প্রতি জ্বালানি তেলের উপর থেকে VAT সরিয়ে নেওয়ায় রাজধানীতে পেট্রোলের মূল্য আজ লিটার প্রতি ৯৫ টাকা ৪১ পয়সা। আর এক লিটার ডিজেল বিকোচ্ছে ৮৬ টাকা ৬৭ পয়সায়। শুক্রবার মুম্বইতে এক লিটার পেট্রোলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা। আর লিটার প্রতি ডিজেল কিনলে খরচা হবে ৯৪ টাকা ১৪ পয়সা। গত মে মাসে দেশের বাণিজ্যনগরীতে পেট্রোল সেঞ্চুরি ছুঁয়েছিল। সেই থেকেই সে ক্রিজে টিকে রয়েছে। আরও পড়ুন- Coronavirus Cases India:ওমিক্রন আতঙ্কের মধ্যেও নিয়ন্ত্রণে কোভিড সংক্রমণ, অ্য়াক্টিভ কেস ৯৯,৯৭৬টি
আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোল বিকোচ্ছে ১০৪ টাকা ৬৭ পয়সায়। অন্যদিকে এক লিটার ডিজেলের দাম ৮৯ টাকা ৭৯ পয়সা। বেশ কয়েকদিন ধরেই একই দামে আটকে রয়েছে পেট্রোপণ্য। শুক্রবারও তার ব্যাতিক্রম হল না। অন্যদিকে চেন্নাইতে ১ লিটার পেট্রোলের দাম ১০১ টাকা ৪০ পয়সা। আর লিটার প্রতি ডিজেল মিলছে ৯১ টাকা ৪৩ পয়সায়।