Govt bans Cocktail Medicines: অ্যান্টি বায়োটিক, পেইনকিলার সহ ১৫৬ টি ওষুধ নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র সরকার
বৃহস্পতিবার ১৫৬টি ককটেল মেডিসিনকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র সরকার। জানা যাচ্ছে, এই ওষুধগুলি একের থেকে বেশি ড্রাগ অধিক মাত্রা একত্রিত করে বিক্রি করা হচ্ছিল।
বৃহস্পতিবার ১৫৬টি ককটেল মেডিসিনকে (Cocktail Medicines) নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র সরকার। জানা যাচ্ছে, এই ওষুধগুলি একের থেকে বেশি ড্রাগ অধিক মাত্রা একত্রিত করে বিক্রি করা হচ্ছিল। তালিকায় রয়েছে পেইনকিলার, অ্যান্টি বায়োটিক ও মাল্টি ভিটামিনের ওষুধ। মূলত এই ওষুধগুলি মানবদেহে পার্শ্ব প্রতিক্রিয়া ঘটাতে পারে বলে আন্দাজ করছে স্বাস্থ্য মন্ত্রক। সেই কারণে এই মেডিসিনগুলি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। তালিকায় রয়েছে প্যারাসিটআমোল ইনজেকশন, সেট্রিজিন এইচসিআই, প্যারাসিটআমোল ৩০০ এমজি-এর মতো মেডিসিন।
কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে এই মেডিসিনগুলিতে মূলত একটির বেশি ফার্মাসিউটিক্যাল উপাদান থাকে। উদাহরণস্বরূপ অ্যাসিকলোফিন্যাক ৫০ এমজি + প্যারাসিটআমোল ১২৫ এই কম্বিনেশনের ওষুধ অনেকেই ব্যবহার করছেন। কিন্তু কেন্দ্রের দাবি এই ওষুধ ব্যবহার করলে মানবদেহে অনান্য উপসর্গ দেখা দিতে পারে। সেই জন্য সরকার ফিক্সড ডোজ কম্বিনেশনের ওষুধ ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন। এতে ঝুঁকির পরিমাণ অনেকটাই কমে যাবে বলে দাবি বিশেষজ্ঞ কমিটির।
ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইজরি বোর্ড ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এর আগেও একাধিক ককটেল মেডিসিন নিষিদ্ধ ঘোষণা করেছিল। তবে তারপরেও বাজারে বিক্রি বন্ধ হত না এই ধরণের ওষুধ। তবে এবার কমিটির পক্ষ থেকে নিষিদ্ধ ওষুধ বাজারে বিক্রি হচ্ছে কিনা তার ওপর কড়া নজরদারি রাখা হবে বলে জানিয়েছে। এমনকী চিকিৎসকরাও পরামর্শ দিচ্ছেন জ্বর, সর্দি, কাশি হলে ফিক্সড ডোজ কম্বিনেশনের ওষুধ ব্যবহার করার।