Delhi Air Pollution: ক্রমশ বিপর্যয়ের চরম সীমায় পৌঁছাচ্ছে রাজধানীর দূষণ, রাত পোহালেই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

বুধবারের তুলনায় বৃহস্পতিবারে আরও খারাপের দিকে রাজধানীর দূষণমাত্রা (Delhi Pollution)। উত্তুরের হাওয়া প্রায় নেই বললেই চলে, শীত কমায় বাতাসে আদ্রতার পরিমাণও বেশ বেড়েছে। এমন চলতে থাকলে আগামিকাল অর্থাৎ শুক্রবার দূষণের করাল ছায়ায় ঢাকতে চলেছে গোটা রাজধানী। লোধী রোডে এয়ার কোয়ালিটি ইনডেক্সের রিপোর্ট (AQI)অনুযায়ী সবথেকে বেশি দূষণের অস্তিত্ব পাওয়া গিয়েছে। বুধবার বেলা আড়াইটেয় সেখানে দূষণমাত্রা ছিল ২৩৪ ও রাত দশটায় ২২৯। যা পরিবেশের নিরিখে অত্যন্ত খারাপ বললেও কম বলা হবে।

দিল্লির দূষণ (Photo Credit: IANS)

নতুন দিল্লি, ৫ ডিসেম্বর: বুধবারের তুলনায় বৃহস্পতিবারে আরও খারাপের দিকে রাজধানীর দূষণমাত্রা (Delhi Pollution)। উত্তুরের হাওয়া প্রায় নেই বললেই চলে, শীত কমায় বাতাসে আদ্রতার পরিমাণও বেশ বেড়েছে। এমন চলতে থাকলে আগামিকাল অর্থাৎ শুক্রবার দূষণের করাল ছায়ায় ঢাকতে চলেছে গোটা রাজধানী। লোধী রোডে এয়ার কোয়ালিটি ইনডেক্সের রিপোর্ট (AQI)অনুযায়ী সবথেকে বেশি দূষণের অস্তিত্ব পাওয়া গিয়েছে। বুধবার বেলা আড়াইটেয় সেখানে দূষণমাত্রা ছিল ২৩৪ ও রাত দশটায় ২২৯। যা পরিবেশের নিরিখে অত্যন্ত খারাপ বললেও কম বলা হবে। বিপর্যয়ের শেষমাত্রায় রয়েছে গাজিয়বাদ, সেখানে এয়ার কোয়ালিটি ইনডেক্সের রিপোর্ট অনুযায়ী দূষণমাত্রা ছুঁয়েছে ৪০৬। মোদ্দা কথা হল খারাপ খুব খারাপ পেরিয়ে ফের রাজধানীর দূষণ বিপদসীমায় পৌঁছাল বলে।

এদিকে গত বুধবার লোধী রোডে যথাক্রমে দূষণমাত্রা ২৭১, ২৮১ ও ২১২। মূলত বাতাসে আদ্রতার পরিমাণ অত্যন্ত বেশি থাকায় এবং তাপমাত্রা কমে যাওয়া ও উত্তুরে হাওয়া হঠাৎ পড়ে যাওয়াতেই রাজধানী ফের দূষণ জ্বরে জর্জরিত। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে দূষণমাত্রা অত্যন্ত কারাপ এবং বিপদসীমার আশপাশ ও উপর দিয়েই বইছে বলা যেতে পারে। দূষণমাত্রা ফের বাড়তেই দিল্লি এনসিআর-এর বাসিন্দাদের মুখে উঠেছে মাস্ক। দূষণের জেরে বাসিন্দাদের নানারকম উপসর্গ শুরু হয়েছে। চোখ চুলকোচ্ছে, মাথা ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়েছে। মূলত দীপাবলির সময় থেকেই দিল্লির বাতাসে দূষণ অসুর বাসা বেঁধেছে। এর সঙ্গে প্রতিবেশী রাজ্য হরিয়ানা ও পাঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চলে খড় পোড়ানোর ঘটনা বাড়তেই রাজধানীর আকাশজুড়ে কালো ধোঁয়ার চাদর। দৃশ্যমানতা যেমন কমেছে, তেমনই বাড়ছে অসুস্থতা। আরও পড়ুন-Delhi Air Pollution: উত্তুরে হাওয়া কমতেই ফের দূষণে জর্জরিত দিল্লি, শ্বাষকষ্টে নাকাল বাসিন্দারা

উত্তুরে হাওয়ার দাপট কমতেই দিল্লি (Delhi) এনসিআর-সহ গোটা রাজধানীতেই ফের ফিরল দূষণ। বুধবার সকাল থেকেই আবহাওয়ার গতিপ্রকৃতি বিপদসীমার উপর থেকে বইতে শুরু করে। মঙ্গলবার থেকেই দিল্লির আকাশে দূষণের মাত্রা বেড়ে চলেছিল। এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) রিপোর্ট অনুযায়ী লোধী রোডে বেলা আড়াইটের সময় ২০৬ ও রাত দশটায় দূষণমাত্রা ছিল ২০২। সবমিলিয়ে ফের দুরবস্থায় দিল্লির প্রাকৃতিক পরিবেশ। মঙ্গলবার দিল্লির আনন্দ বিহারে দূষণমাত্রা ছিল ৩০৬ ও রাত দশটায় ২৬৯। অশোক বিহারের দূষণমাত্রা এর থেকে আরও বেশি ছিল। সকাল সাড়ে নটায় অশোক বিহারের দূষণমাত্রা এয়ার কোয়ালিটি ইনডেক্স রিপোর্ট অনুযায়ী ৩০৯। মন্দির মার্গের অবস্থাও তথৈবচ।