Jammu & Kashmir: অনন্তনাগ, বন্দিপোরায় গুলির লড়াই, লস্করের ২ জঙ্গিকে খতম করল বাহিনী

কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানান, সম্প্রতি উপত্যকায় হামলা চালিয়ে জম্মু কাশ্মীরের এক বাসিন্দাকে হত্যা করে ইমতিয়াজ আহমেদ ধর। এবারের এনকাউন্টারে তাকেই খতম করা হয়েছে বলে জানান কাশ্মীরের ডিজিপি।

Jammu & Ksshmir Encouter (Photo Credit: File Photo)

শ্রীনগর, ১১ অক্টোবর: অনন্তনাগ এবং বন্দিপোরায় পরপর দুই জঙ্গিকে খতম করল সেনা বাহিনী (Indian Army)। যার মধ্যে ইমতিয়াজ ধর নামে একজনকে সনাক্ত করা গিয়েছে। কাশ্মীরের (Jammu Kashmir) ডিজিপি দিলবাগ সিং জানান, সম্প্রতি উপত্যকায় হামলা চালিয়ে জম্মু কাশ্মীরের এক বাসিন্দাকে হত্যা করে ইমতিয়াজ আহমেদ ধর। এবারের এনকাউন্টারে তাকেই খতম করা হয়েছে বলে জানান কাশ্মীরের ডিজিপি। লস্কর-ই-তইবার (LeT) সদস্য এই ইমতিয়াজ আহমেদ ধরই সম্প্রতি উপত্যকায় হামলা চালায় বলে জানানো হয় কাশ্মীর পুলিশের তরফে।

,সম্প্রতি জম্মু কাশ্মীরে একের পর এক হামলা চালাতে শুরু করে জঙ্গি গোষ্ঠী (Terrorist)। কখনও উপত্যকার সাধারণ মানুষকে হত্যা করতে শুরু করে, আবার কখনও সরকারি স্কুল লক্ষ্য করে হামলা চালিয়ে রক্তাক্ত করা হয় উপত্যকা।

আরও পড়ুন: Lebanon: জ্বালানির অভাবে বন্ধ বিদ্যুৎ উৎপাদন, অন্ধকারে গোটা লেবানন

গত সপ্তাহে উপত্যকার একটি সরকারি স্কুলে হামলা চালিয়ে এক শিক্ষককে হত্যা করে জঙ্গিরা। ওই ঘটনায় কার্যত উত্তাল হয়ে ওঠে জম্মু কাশ্মীর। জঙ্গিদের গুলিতে নিহত শিক্ষকের মৃত্যুর বদলা চাই বলে একটি সংগঠনের তরফে বিক্ষোভ দেখানো হয়।