Telangana: সাবধান, বাইরের বিরিয়ানি, মাংসের মধ্যেই চুপিসাড়ে দাঁড়িয়ে বিপদ
চিকিৎসকরা জানান, খাবারে বিষক্রিয়ার জেরে ওই ৩ জন অসুস্থ হয়ে পড়েছেন। ফলে হাসপাতালে তাঁদের জোরদার চিকিৎসা শুরু হয়। তবে চিকিৎসায় ফল দেয় আস্তে আস্তে। চিকিৎসকদের চেষ্টার জেরে ক্রমাগত ওই ৩ যুবক সুস্থতার পথে বলে খবর।
হায়দরাবাদ, ২৫ নভেম্বর: বিরিয়ানি (Biryani) এবং গ্রিলড চিকেন (Chicken) খেয়ে অসুস্থ। পরপর তিনজন দোকানের বিরিয়ানি এবং গ্রিলড চিকেন খেয়ে অসুস্থ হয়ে পড়েন বলে খবর। ২০ নভেম্বর তেলাঙ্গানার (Telangana) বাদাংপেটে ওই ঘটনা ঘটে। রিপোর্টে প্রকাশ, বাদাংপেটের ওই ৩ যুবক বিরিয়ানি এবং গ্রিলড চিকেন খাওয়ার কয়েক ঘণ্টা পর থেকে অসুস্থবোধ করেন। পেটে ব্যাথা, বমি এবং ডায়রিয়া শুরু হয় তাঁদের।
সঙ্গে সঙ্গে ওই ৩ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, খাবারে বিষক্রিয়ার জেরে ওই ৩ জন অসুস্থ হয়ে পড়েছেন। ফলে হাসপাতালে তাঁদের জোরদার চিকিৎসা শুরু হয়। তবে চিকিৎসায় ফল দেয় আস্তে আস্তে। চিকিৎসকদের চেষ্টার জেরে ক্রমাগত ওই ৩ যুবক সুস্থতার পথে বলে খবর।
ওই ৩ যুবক যে রেস্তোরাঁয় খান, সেখানকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে বলে খবর।