Telangana Road Accident: গভীর রাতে চালকের চোখে ঘুম, গাছে গিয়ে ধাক্কা গাড়ির, বলি ৫

রবিবার গভীর রাত ২:৩০ থেকে ৩টের মধ্যেই দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িতে সেই সময়ে ১২ জন যাত্রী ছিল। বিবাহের অনুষ্ঠান থেকে ওই পরিবার ফিরছিল।

Telangana Road Accident (Photo Credits: X)

হায়দরাবাদ, ৪ মার্চঃ সোমবার সাতসকালে কর্ণাটকের ওয়ানাপার্থি জেলায় ভয়াবহ দুর্ঘটনা (Telangana Road Accident)। দ্রুতগতিত গাড়ি সোজা গিয়ে ধাক্কা মারে গাছে। দুর্ঘটনায় ৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। রবিবার গভীর রাতের পর হায়দরাবাদ-বেঙ্গালুরু জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে।

পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাত ২:৩০ থেকে ৩টের মধ্যেই দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িতে সেই সময়ে ১২ জন যাত্রী ছিল। বিবাহের অনুষ্ঠান থেকে ওই পরিবার ফিরছিল। গভীর রাতের দিকে চোখ লেগে যাওয়ার ফলেই সম্ভবত গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এরপরেই রাস্তার ধারে গাছটিতে গিয়ে ধাক্কা মারে দ্রুত গতির গাড়িটি। দুর্ঘটনায় একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে ওই যাত্রী বোঝাই গাড়ি। গাড়িতে থাকা ১২ জনের মধ্যে ৫ জন মারা গিয়েছে। বাকি ৭ জন জখম। মৃতদের মধ্যে তিন শিশু রয়েছে।

আহতদের প্রথমে ওয়ানাপার্থি  জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ৬ জনকে অন্ধ্রপ্রদেশের কুরনুলের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।