KC Rao: বাড়ছে হাতের দাপট, দুটি কেন্দ্র থেকে বিধানসভায় লড়বেন মুখ্যমন্ত্রী কেসি রাও

আর শুধু নিজের মজবুত গড় গাজওয়েল থেকে নয়, আসন্ন তেলঙ্গানা বিধানসভা নির্বাচনে দুটি বিধানসভা আসন থেকে লড়বেন বিআরএস প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও

কে চন্দ্রশেখর রাও (Picture Credits: ANI)

আর শুধু নিজের মজবুত গড় গাজওয়েল থেকে নয়, আসন্ন তেলঙ্গনা বিধানসভা নির্বাচনে দুটি বিধানসভা আসন থেকে লড়বেন বিআরএস প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। কর্ণাটকে দুরন্ত জয়ের পর তেলঙ্গানায় কেসি রাও-কে কঠিন চ্য়ালেঞ্জের মুখে ফেলছে আত্মবিশ্বাসী কংগ্রেস। যে কারণে চরম বিজেপি বিরোধিতা থেকে সরে এসে ইন্ডিয়া জোটে যোগ দেয়নি ভারত রাষ্ট্রীয় সমিতি (আগে বলা হত টিআরএস)। আর নির্বাচনের মাস কয়েক আগে বিআরএস জানিয়ে দিল, তাদের দলের প্রধান তথা তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী কেসি রাও গাজওয়েল বিধানসভার পাশাপাশি লড়বেন কামারেড্ডি আসন থেকেও। চলতি বছর ডিসেম্বরে ১১৯টি বিধানসভা আসনে তেলঙ্গনায় নির্বাচন।

২০১৪ ও ২০১৮-দুটি বিধানসভা নির্বাচনে গাজওয়েল থেকে লড়ে জিতেছিলেন কেসি রাও। নতুন রাজ্যে হওয়ার পর তেলঙ্গনার প্রথম বিধানসভা নির্বাচন ২০১৮-এ ৬০ শতাংশের বেশী ভোট পেয়ে গাজওয়েলে জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন কেসি রাও। কিন্তু এবার গাজওয়েলে কংগ্রেস ভাল জমি তৈরি করায়, জয় নিশ্চিত করতে জাহিরবাদ লোকসভার কামারেড্ডি বিধানসভা কেন্দ্র থেকে লড়বেন কেসি রাও।

এই কেন্দ্রে বিআরএস-এর বিধায়ক গম্পা গোবর্ধন গত চারটি নির্বাচনে জিতেছেন। একটা সময় তিনি তেলেগু দেশম পার্টি করতেন, পরে কেসি রাওয়ের দলে এসে কামারেড্ডিতে জয়ের ধারা অব্যাহত রাখেন। গত বিধানসভায় কংগ্রেস প্রার্থীকে সাড়ে ৪ হাজার ভোটে হারিয়েছিলেন বিআরএস-এর গাম্পা গোবর্ধন।