Bus Driver Video: সাবধান, নিরাপত্তার বালাই নেই, বাসে যাত্রীর ব্যাগ খুলে চুরি চালকের; ভিডিয়োতে চমকে উঠবেন

তেলাঙ্গানার সরকারি বাস হলেও সেখানে যে চালক ছিলেন তিনি বেসরকারি সংস্থার হয়ে নিযুক্ত হয়েছেন। ফলে সঙ্গে সঙ্গে TSRTC থেকে ওই চালককে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ওই চালকের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দেয় TSRTC।

Telangana Bus Video (Photo Credit: X/Screengrab)

হায়দরাবাদ, ১৩ নভেম্বর: যাত্রীর ব্যাগ খুলে সেখান থেকে সোনা, গয়না চুরি করতে দেখা গেল এক বাস চালককে (Bus Driver)। তেলাঙ্গানার (Telangana) ওয়ারাঙ্গল থেকে নিজ়ামাবাদগামী একটি বাস মাঝ রাস্তায় দাঁড়ালে, সেখানে এক যাত্রী প্রয়োজনীয় কাজে নীচে নামেন। সেই সুযোগে বাস চালক যাত্রীর ব্যাগ খুলে সেখান থেকে সোনা, গয়নার কোঁজ করেন এবং বেশ কিছু জিনিসপত্র সরান। বাসে বসে থাকা অন্য এক যাত্রীর চোখে সেই ঘটনা পড়লে তিনি তা রেকর্ড করেন। সেই ভিডিয়ো এরপর পুলিশকে দেখানো হয়। পুলিশ সঙ্গে সঙ্গে বাসে হাজির হয়ে চালককে আটক করে।

দেখুন যাত্রীর ব্যাগ খুলে টাকা, সোনা চরি করছে বাস চালক...

 

জানা যাচ্ছে, তেলাঙ্গানার সরকারি বাস হলেও সেখানে যে চালক ছিলেন তিনি বেসরকারি সংস্থার হয়ে নিযুক্ত হয়েছেন। ফলে সঙ্গে সঙ্গে TSRTC থেকে ওই চালককে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ওই চালকের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দেয় TSRTC। সেই সঙ্গে কেউ যাতে এই ধরনের কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে না পারেন, সে বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে তেলাঙ্গানা সরকারের তরফে।

অভিযুক্ত বাস চালকের কাছ থেকে চুরি করা টাকা, সোনার গয়না পুলিশ উদ্ধার করেছে।