Telangana: তেলাঙ্গানায় শিশু কন্যার ধর্ষণ, খুনে মূল অভিযুক্তের দেহ রেললাইনে, চাঞ্চল্য দক্ষিণে

বৃহস্পতিবার সকাল ৯.৪৫ নাগাদ ধর্ষণ এবং খুনে অভিযুক্তের দেহ উদ্ধার করা হয়৷ তারপরই শুরু হয় শোরগোল৷ অভিযোগ পি রাজু নামে ওই অভিযুক্তকে এনকাউন্টার করে তার মৃতদেহ রেললাইনের উপর ফেলে রাখা হয়েছে৷

Railway Tracks Representational Image | (Photo Credits: PTI)

তেলাঙ্গানা, ১৬ সেপ্টেম্বর: তেলাঙ্গানায় (Telangana) ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ এনং খুনের ঘটনায় অভিযুক্তের মৃতদেহ উদ্ধার হল রেললাইন থেকে৷ ঘটনার জেরে জোর শোরগোল শুরু হয়েছে৷ তেলাঙ্গানা পুলিশের (Police) পদস্থ আধিকারিক এম মহেন্দ্র রেড্ডি ট্যুইট করে ওই খবর জানান৷ মৃত ব্যক্তির ময়নাতদন্ত এবং সনাক্তকরণের জন্য তাকে হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়েছে৷ মৃতের শরীরে থাকা জন্মদাগ থেকেই তাকে সনাক্ত করা হবে বলে খবর৷

বৃহস্পতিবার সকাল ৯.৪৫ নাগাদ ধর্ষণ (Rape) এবং খুনে অভিযুক্তের দেহ উদ্ধার করা হয়৷ তারপরই শুরু হয় শোরগোল৷ অভিযোগ পি রাজু নামে ওই অভিযুক্তকে এনকাউন্টার করে তার মৃতদেহ রেললাইনের উপর ফেলে রাখা হয়েছে৷ তবে পুলিশের পালটা দাবি, রেললাইনের উপর দিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় পি রাজুর৷

আরও পড়ুন: Mamata Banerjee: টাইম ম্যাগাজিনে ১০০ জন প্রভাবশালীর তালিকায় নরেন্দ্র মোদীর পাশেই মমতা বন্দ্যোপাধ্যায়

গত ৯ সেপ্টেম্বর সিঙ্গারেনির (Singareni) সাইদাবাদে ৬ বছরের এক শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করা হয়৷ পি রাজু নামে এক ব্যক্তির ঘর থেকে উদ্ধার করা হয় ওই শিশুর মৃতদেহ৷ এরপরই পি রাজুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সরব হন স্থানীয়রা৷ বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়াতে শুরু করলে, তেলাঙ্গানার এক মন্ত্রী জানান, অভিযুক্তকে এনকাউন্টার করে খতম করা হবে৷ তেলাঙ্গানার মন্ত্রীর ওই মন্তব্যের পরই পি রাজুর মৃতদেহ রেললাইন থেকে উদ্ধার করা হয়৷  অভিযুক্ত পি রাজুকে এনকাউন্টার করে রেললাইনে ফেলে রাখা হয়েছে বলে দাবি তার পরিবারের৷