Air India Proposes To Acquire AirAsia India: এয়ার এশিয়া ইন্ডিয়া অধিগ্রহণের প্রস্তাব দিল টাটার মালিকানাধীন এয়ার ইন্ডিয়া
এয়ার এশিয়া ইন্ডিয়া অধিগ্রহণের পরিকল্পনা করছে টাটার মালিকানাধীন বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া (Air India Proposes To Acquire AirAsia India)।
নতুন দিল্লি, ২৭ এপ্রিল: এয়ার এশিয়া ইন্ডিয়া অধিগ্রহণের পরিকল্পনা করছে টাটার মালিকানাধীন বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া (Air India Proposes To Acquire AirAsia India)। এই মর্মে প্রস্তাবিত চুক্তি ইতিমধ্যেই প্রতিযোগিতা কমিশনের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। টাটা সন্স প্রাইভেট লিমিটেডের অধীনে রয়েছে এয়ার এশিয়া ইন্ডিয়ার সিংহভাগ মালিকানা। সংস্থার মোট ৮৩. ৬৭ শতাংশ শেয়ারেশ মালিক টাটা সন্স।বাকি শেয়ার রয়েছে এয়ার এশিয়া ইনভেস্টমেন্ট লিমিটেডের অধীনে। এটি আবার মালয়েশিয়া এয়ার এশিয়া গ্রুপের অংশ।
উল্লেখ্য, গত বছরে টাটা সন্সের অধীনে থাকা টালাক প্রাইভেট লিমিটেড একযোগে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস অধিগ্রহণ করেছে। এছাড়া সিঙ্গাপুর এয়ারলাইনসের সঙ্গে যৌথ উদ্যোগে বিমান সংস্থা ভিস্তারার পরিচালনা ভার রয়েছে টাটার অধীনে। চলতি বছরেই এয়ার ইন্ডিয়া এয়ার এশিয়া অধিগ্রহণের পর এবার এয়ার এশিয়া ইন্ডিয়া অধিগ্রহণ টাটার লক্ষ্য। লোকসানে চলা এয়ার ইন্ডিয়াকে অধিগ্রহণ করে সরকারকেই বকলমে স্বস্তি দিয়েছে টাটা।