BJP ON Tajmahal: ভালবাসার প্রতীক নয় তাজমহল, দাবি বিজেপি নেতার

BJP Leader On Taj Mahal (Photo Credit: ANI/Wikipedia)

শাহরজাহান যদি মুমতাজকে ভালবাসতেন, তাহলে কেন তিনি স্ত্রীর মৃত্যুর পর আরও ৩বার বিয়ে করেন? তাই তাজ মহল কখনও ভালবাসার প্রতীক হতে পারে না। মুমতাজের স্মৃতিতেই যদি শাহজাহান তাজমহল তৈরি করেন, তাহলে স্ত্রীর মৃত্যুর পর মুঘল সম্রাট আরও তিনবার বিয়ে করতে পারতেন না। এমনই মন্তব্য করেন বিজেপি নেতা রূপজ্যোতি কুমরি।