Tablighi Jamaat: নার্সদের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ, তাবলিঘি জামাতের সদস্যদের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনে মামলা করবে উত্তরপ্রদেশ সরকার

নার্সদের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ, তাবলিঘি জামাতের (Tablighi Jamaat) সদস্যদের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনে (National Security Act) মামলা করবে উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh government)। গতকাল কোয়ারান্টাইনে থাকা নিজামুদ্দিনের একদল জামায়েতকারীর বিরুদ্ধে নগ্ন হয়ে হাসপাতালে ঘোরাফেরার অভিযোগ ওঠে। তাঁরা নার্সদের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করে বলেও অভিযোগ। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এমএমজি জেলা হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক এ বিষয়ে পুলিশের কাছে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Photo Credits: PTI/File)

লখনউ, ৩ এপ্রিল: নার্সদের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ, তাবলিঘি জামাতের (Tablighi Jamaat) সদস্যদের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনে (National Security Act) মামলা করবে উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh government)। গতকাল কোয়ারান্টাইনে থাকা নিজামুদ্দিনের একদল জামায়েতকারীর বিরুদ্ধে নগ্ন হয়ে হাসপাতালে ঘোরাফেরার অভিযোগ ওঠে। তাঁরা নার্সদের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করে বলেও অভিযোগ। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এমএমজি জেলা হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক এ বিষয়ে পুলিশের কাছে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন।

শুক্রবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। আদিত্যনাথ তাঁর বিবৃতিতে বলেন, "অভিযুক্তরা মহিলাদের সঙ্গ খারাপ ব্যবহার করে গুরুতর অপরাধ করেছে।" তিনি আরও বলেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরায় যাত না ঘটে তাই তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, "তাঁরা আইন মেনে চলবেন না বা কোনও আদেশ মেনে চলবেন না। তাঁরা মানবতার শত্রু। তাঁরা মহিলাদের প্রতি যা করেছে তা গুরুতর অপরাধ। আমরা জাতীয় সুরক্ষা আইনে মামলা রুজু করব।" আরও পড়ুন: Coronavirus Cases in India: ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২, ৩০১, মৃত ৫৭; সুস্থ অন্তত ১৫৬ জন

একবার কোনও অভিযুক্তের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনে মামলা রুজু হলে সরকার তাকে বিনা বিচারে ২ বছরের জন্য জেলে রেখে দিতে পারে। এছাড়া রাজ্যে কোথাও পুলিশকর্মীদের ওপর হামলার খবর কানে এলে জাতীয় সুরক্ষা আইন বা NSA বলবৎ করা হবে।