Republic Day 2021: প্রজাতন্ত্র দিবসে দেশে প্রথমবার ফ্লাইপাস্ট প্যারেডে নেতৃত্ব দেবেন মহিলা পাইলট এয়ার লেফট্যানেন্ট স্বাতী রাঠোর, ইতিহাসের পাতায় জ্বলজ্বল করবে ভারতের নতুন ইতিহাস
ইতিহাসের পাতায় জলজ্বল করবে ভারতের গৌরবের আরেক নতুন ইতিহাস। দিল্লির রাজপথে আকাশে উড়বে বায়ুসেনার বিমান। আর এই অনুষ্ঠানে এবার থাকবে বিশেষ চমক। দেশে প্রথমবার ফ্লাইপাস্ট প্যারেডে নেতৃত্ব দেবেন একজন মহিলা পাইলট- এয়ার লেফট্যানেন্ট স্বাতী রাঠোর। গর্বিত তাঁর বাবা ডঃ ভবানী সিং রাঠোর জানিয়েছেন, 'মেয়ের জন্য আজ আমার মাথা আরও উঁচু হয়ে গেল। ও যে স্বপ্ন দেখছিল তা পূরণ হতে দেখে আমি অভিভূত।'
নতুন দিল্লি, ২৪ জানুয়ারি: ইতিহাসের পাতায় জ্বলজ্বল করবে ভারতের গৌরবের আরেক নতুন ইতিহাস। দিল্লির রাজপথে আকাশে উড়বে বায়ুসেনার বিমান। আর এই অনুষ্ঠানে এবার থাকবে বিশেষ চমক। দেশে প্রথমবার ফ্লাইপাস্ট প্যারেডে নেতৃত্ব দেবেন একজন মহিলা পাইলট- এয়ার লেফট্যানেন্ট স্বাতী রাঠোর (Lieutenant Swati Rathore )। গর্বিত তাঁর বাবা ডঃ ভবানী সিং রাঠোর জানিয়েছেন, 'মেয়ের জন্য আজ আমার মাথা আরও উঁচু হয়ে গেল। ও যে স্বপ্ন দেখছিল তা পূরণ হতে দেখে আমি অভিভূত।'
রাজস্থানের নাগৌর জেলার একটি গ্রামে জন্ম তাঁর। পড়াশুনা আজমীঢ় স্কুলে। ছোটবেলায় আঁকার প্রতিযোগিতায় তেরঙ্গা পতাকা এঁকেছিল স্বাতী। বরাবরই দেশের প্রতি ভালোবাসা এবং জাতীয় পতাকার প্রতি আকর্ষণ ছিল। ধীরে ধীরে দেশের জন্য কাজ করার স্বপ্ন তৈরি হয়। কলেজ শেষ করে এনসিসি-তে যোগ দেন তিনি। মেয়ের স্বপ্নকে কোনওদিন বাধা দিতে চাননি বাবা। ছেলে এবং মেয়েকে সমানভাবে বড় করেছে। স্বাতীর দাদা ভারতীয় নৌসেনায় কর্মরত। তাঁর বাবা আরও জানান, প্রত্যেক বাবা মায়ের তাঁর সন্তানের স্বপ্ন পূরণে শামিল হওয়া উচিৎ। আরও পড়ুন, তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় এবং সুখেন দাসের কন্যা তথা অভিনেত্রী পিয়া সেনগুপ্ত
২০১৩ সালে বায়ুসেনার পরীক্ষায় বসার সুযোগ পান স্বাতী। ২০০ জন প্রতিযোগীর মধ্যে শেষ পর্যন্ত তাঁকেই বেছে নেওয়া হয়। ২০১৪ সাল থেকে এই ৬ বছর সাফল্যের সঙ্গে নিজের দায়িত্ব পালন করে গিয়েছেন। তবে এত বড় দায়িত্ব তিনি পেয়েছেন, তা এখনও নিজেই বিশ্বাস করতে পারছেন না স্বাতী। তাঁকে অভিনন্দন জানিয়েছে রাজস্থান সরকারও। শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে।