Swati Maliwal Issue: স্বাতী মালিওয়ালের হেনস্থা-কাণ্ডে নয়া মোড়! বিভব কুমারকে ডেকে পাঠাল জাতীয় মহিলা কমিশন
জাতীয় মহিলা কমিশন বিভবকে এই মামলার অভিযোগে উপস্থিত হওয়ার জন্য সমন পাঠিয়ে দিয়েছে ইতিমধ্যেই। জানা গিয়েছে, বিভব কুমারকে ডেকে পাঠানোর সমন গিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের অফিসে।
সোমবার দিল্লির সিভিল লাইনস পুলিশ স্টেশনে দিল্লির মহিলা কমিশনের প্রাক্তন প্রধান স্বাতী মালিওয়াল একটি অভিযোগ করেন। অভিযোগে বলা হয় যে স্বাতী কিছুদিন আগে কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে দিয়েছিলেন। সেই সময়ই অরবিন্দ কেজরিওয়ালের আপ্ত সহায়ক বিভব কুমার তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এমনকি বিভব কুমারের বিরুদ্ধে স্বাতীকে মারধরের অভিযোগও জানানো হয়। প্রথমে আপের তরফে চুপ করে থাকা হলেও পরে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়।
এবার সেই অভিযোগে জাতীয় মহিলা কমিশন ডেকে পাঠাল বিভব কুমারকে। জাতীয় মহিলা কমিশন বিভবকে এই মামলার অভিযোগে উপস্থিত হওয়ার জন্য সমন পাঠিয়ে দিয়েছে ইতিমধ্যেই। জানা গিয়েছে, বিভব কুমারকে ডেকে পাঠানোর সমন গিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের অফিসে। স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় মহিলা কমিশন।
এই বিষয়ে তারা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করে। সেখানে লেখা রয়েছে, ‘ডিসিডাব্লিউ প্রধান স্বাতী মালিওয়াল হেনস্থার অভিযোগ করেছেন অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে।’ সেখানে এটিও লেখা রয়েছে যে, কেজরিওয়ালের সহায়কের দ্বারা স্বাতী মালিওয়াল ব্যাপক হেনস্থার শিকার হয়েছেন। এই মামলায় ১৭ মে বেলা ১১ টায় বিভবকে ডেকে পাঠানো হয়েছে কমিশনের তরফে। সেখানে বিভবকে 'সশরীরে’ উপস্থিত থাকতে হবে। ফলে শুক্রবার ১৭ মে যদি জাতীয় মহিলা কমিশনের সামনে বিভব উপস্থিত থাকতে না পারেন, তাহলে কমিশন আরও কড়া হতে পারে, বলেও জানিয়েছেন।