NCP: প্রফুল প্যাটেলের বিরুদ্ধে বাবা শরদ পাওয়ারের কাছে শাস্তির দাবি সুপ্রিয়া সুলের, দাদা অজিতকে নিয়ে চুপ

এনসিপি-র গৃহযুদ্ধে মারাঠা রাজনীতিতে ভূমিকম্প। দলের ৪০ জন বিধায়ক, দলের কার্যকরী সভাপতি প্রফুল্ল প্য়াটেলকে নিয়ে এনডিএ-তে যোগ দিয়ে উপমুখ্যমন্ত্রী হয়েছেন অজিত পাওয়ার।

Supriya Sule. (Photo Credits: Twitter)

মুম্বই, ৩ জুলাই: এনসিপি-র গৃহযুদ্ধে মারাঠা রাজনীতিতে ভূমিকম্প। দলের ৪০ জন বিধায়ক, দলের কার্যকরী সভাপতি প্রফুল্ল প্য়াটেলকে নিয়ে এনডিএ-তে যোগ দিয়ে উপমুখ্যমন্ত্রী হয়েছেন অজিত পাওয়ার। অজিতের দাবি দলের সবাই তার সঙ্গেই আছেন। এনসিপি ২৪ বছরের দল হয়ে গিয়েছে, এবার দলের তরুণদের নেতৃত্বের প্রথম সারিতে আনা উচিত।

শরদ না অজিত, কোনও পাওয়ারের কাছে এনসিপি-র দখল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। শরদ পাওয়ার তার দলের বিদ্রোহীদের নিয়ে তোপ দেগেছেন। দলের নিচুতলায় অজিত পাওয়ারকে নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। এরই মধ্য়ে শরদ পাওয়ারের মেয়ে তথা এনসিপি-র কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলে (Supriya Sule) চিঠি লিখলেন তার বাবাকে।

দেখুন টুইট

এনসিপি-র প্রধান শরদ পাওয়ারকে চিঠি লিখে সুপ্রিয় সুলে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে কার্যকরী সভাপতি প্রফুল্লু প্যাটেল ও সাংসদ সুনীল টাটকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন। তবে দাদা অজিত পাওয়ার, ও তার সঙ্গে মহারাষ্ট্রে মন্ত্রী হিসেবে শপথ নেওয়া দলের ৯ জন নেতাকে নিয়ে চিঠিতে কিছু লেখেননি সুপ্রিয়া সুলে।