Kanwar Yatra: দোকানদারের নাম-পরিচয় বাধ্যতামূলক নয়, কানওয়ার যাত্রা ঘিরে যোগী সরকারের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট
উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার নির্দেশিকা জারি করে জানিয়েছিল, কানওয়ার যাত্রার পথে যে সমস্ত খাবারের দোকান গুলি রয়েছে সেই সব দোকানের বোর্ড কিংবা নেমপ্লেটে দোকানদারের নাম এবং পরিচয় লিখে রাখতে হবে।
নয়া দিল্লি, ২২ জুলাইঃ কানওয়ার যাত্রাকে (Kanwar Yatra) কেন্দ্র করে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) যোগী সরকারের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার শ্রাবণ মাসের প্রথম দিন থেকে শুরু হচ্ছে শিবের পুজো ঘিরে কাঁওয়ার যাত্রা। যাত্রা শুরুর আগেই উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের (UP CM Yogi Adityanath) সরকার নির্দেশিকা জারি করে জানিয়েছিল, কানওয়ার যাত্রার পথে যে সমস্ত খাবারের দোকান গুলি রয়েছে সেই সব দোকানের বোর্ড কিংবা নেমপ্লেটে দোকানদারের নাম এবং পরিচয় লিখে রাখতে হবে। সেই নির্দেশ জারি হওয়ার পর থেকেই বিতর্ক ছড়াতে শুরু করে। যোগী সরকারের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত।
সোমবার যাত্রা শুরু প্রথম দিনেই বিচারপতি ঋষিকেশ রায় ও এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। ডিভিশন বেঞ্চ জানায়, দোকানদারের নাম এবং পরিচয় প্রকাশ করা বাধ্যতামূলক নয়। এমন নির্দেশের কারণ জানতে চেয়ে উত্তরপ্রদেশ সরকারকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। যোগী রাজ্যের পাশাপাশি শীর্ষ আদালতের নোটিস গিয়েছে মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারের কাছেও। শুক্রবারের মধ্যেই নিজেদের বক্তব্য জানাতে হবে আদালতকে। ২৬ জুলাই মামলার পরবর্তী শুনানি।
সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ...
কানওয়ার যাত্রা ঘিরে এমন নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র একটি জনস্বার্থ মামলাও দায়ের করেছিলেন। সেই সব মামলা একত্রিত করে সোমবার কানওয়ার যাত্রার প্রথম দিনেই শুনানি হয়।