Suchana Seth: হোটেল ১০ জানুয়ারি পর্যন্ত বুক করলেও, ছেলেকে খুনের পর ৭-এ তড়িঘড়ি গোয়া ছাড়ে সূচনা
৭ জানুয়ারি রাত ৯.১০ মিনিটে সূচনা শেঠ হোটেল কর্তৃপক্ষকে জানায়, বেঙ্গালুরুতে ফিরতে হবে তাকে। বিশেষ কাজ পড়েছে। সেই কারণে তড়িঘড়ি তাকে গোয়ার ছুটি বাতিল করে বেঙ্গালুরুতে ফিরতে হবে বলে জানায় সূচনা।
পানাজি, ১১ জানুয়ারি : বেঙ্গালুরু (Bengaluru) সিইও সূচনা শেঠের (Suchana Seth) হাতে তার চার বছরের ছোট ছেলের খুনের পর একাধিক তথ্য সামনে উঠে আসতে শুরু করেছে। রিপোর্টে প্রকাশ, সূচনা শেঠ গোয়ার (Goa) ক্যান্ডোলিম সৈকতের যে হোটেলে ছিল, সেখানে নিজের জন্য সে ঘর বুক করেছিল ৬ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত। তবে ১০ জানুয়ারি পর্যন্ত থাকার কথা থাকলেও, নির্দিষ্ট সময়ের আগে হোটেল ছাড়ে সূচনা। পুলিশ সূত্রে এমনই ,তথ্য উঠে আসে বলে খবর।
রিপোর্টে প্রকাশ, ৭ জানুয়ারি রাত ৯.১০ মিনিটে সূচনা শেঠ হোটেল কর্তৃপক্ষকে জানায়, বেঙ্গালুরুতে ফিরতে হবে তাকে। বিশেষ কাজ পড়েছে। সেই কারণে তড়িঘড়ি তাকে গোয়ার ছুটি বাতিল করে বেঙ্গালুরুতে ফিরতে হবে বলে জানায় সূচনা। এরপর রাত সাড়ে বারোটা নাগাদ সূচনা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যায় সেখানকার কর্মীদের ঠিক করে দেওয়া গাড়িতে।
গোয়া থেকে বেঙ্গালুরু পৌঁছতে ১১-১২ ঘণ্টা সময় লাগার কথা। তবে রাস্তায় অত্যন্ত ট্রাফিকের জন্য দেরি হয় পৌঁছতে। ওই সময়ই হোটেল কর্মীরা থানায় খবর দিলে, পুলিশ সূচনার গাড়ি চালকের সঙ্গে যোগাযোগ করে। এরপর কর্ণাটকের চিত্রদুর্গ থেকে গ্রেফতার করা হয় সূচনা শেঠকে। বেঙ্গালুরুর স্টার্টআপ কোম্পানির সিইওকে পাকড়াও করার পর তার কাছ থেকে যে ব্যাগ উগদ্ধার হয়, সেখানেই চার বছরের ছেলের মৃতদেহ মেলে বলে জানা যায়।