Bengaluru: বেঙ্গালুরুর নামি স্কুলের বাইরে ছাত্রীদের সংঘর্ষ, নাক ফেটে ঝরল রক্ত, ভাইরাল ভিডিয়ো

স্কুল কর্তৃপক্ষের তরফেও করা হয়নি কোনও মন্তব্য। সংঘর্ষে জড়িয়ে পড়া পড়ুয়াদের অভিভাবকরাও এ বিষয়ে চুপ। বেঙ্গালুরুর একটি নামি স্কুলের বাইরে একের পর এক পড়ুয়া কেন নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

Bengaluru School Brawl (Photo Crediy: Youtube Screen Grab)

বেঙ্গালুরু, ১৮ মে:  স্কুলের বাইরে বিবাদে জড়াল পড়ুয়ারা (Student)। বিশপকটন নামে বেঙ্গালুরুর (Bengaluru) একটি নামি স্কুলের বাইরে একের পর এক ছাত্রী সংঘর্ষে জড়িয়ে পড়ে। একে অপরকে লাঠি দিয়ে মারধর শুরু করে। সংঘর্ষের জেরে কোনও কোনও ছাত্রীর নাক ফেটে রক্তও শুরু করে ঝরতে। তবে কী কারণে বেঙ্গালুরুর ওই হাই প্রোফাইল স্কুলের (School)  ছাত্রীরা একে অপরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

স্কুল কর্তৃপক্ষের তরফেও করা হয়নি কোনও মন্তব্য। সংঘর্ষে জড়িয়ে পড়া পড়ুয়াদের অভিভাবকরাও এ বিষয়ে চুপ। বেঙ্গালুরুর একটি নামি স্কুলের বাইরে একের পর এক পড়ুয়া কেন নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন:  Qandeel Baloch: পারিবারিক সম্মান রক্ষায় খুন, পাক মডেল কান্দিল বালোচকে নিয়ে সিনেমা তৈরির উদ্যোগ ভারতীয় পরিচালকের

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরও তা নিয়ে শুরু হয়েছে চর্চা। তবে স্কুলে কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে। ওই ঘটনার পর স্কুলের তরফে এ বিষয়ে টু শব্দ করা হয়নি। তবে ওই ঘটনার জেরে পড়পড়ুয়াদের বাবা-মায়েদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।