Sri Lanka: আর্থিক সঙ্কটে জর্জরিত শ্রীলঙ্কা, চাল, ওষুধ পাঠাচ্ছে তানমিলনাড়ু সরকার

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জানান, শ্রীলঙ্কার পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের অনুমতি নেওয়া হয়েছে। কেন্দ্রের অনুমতি নিয়েই ৪০ হাজার টন চাল, ৫০০ টন মিল্ক পাওডার এবং জীবনদায়ি ওষুধ পাঠানো হচ্ছে শ্রীলঙ্কায়।

Sri Lanka Crisis (Photo Credit: Twitter)

চেন্নাই, ৩ মে:  আর্থিক সমস্যায় জর্জরিত শ্রীলঙ্কার (Sri Lanka) পাশে দাঁড়াতে  বদ্ধপরিকর তামিলনাড়ু সরকার। শ্রীলঙ্কার মানুষের পাশে দাঁড়াতে, তাঁদের সাহায্য করতে চাল, ডাল, দুধ-সহ প্রয়োজনীয় খাবার পাঠানো হবে। এমনই জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। পাশাপাশি সিংহলীদের সাহায্য করতে তামিলনাড়ুর মানুষ যাতে অর্থের পাশপাশি যাঁর যা সামর্থ, তা নিয়ে এগিয়ে আসেন, সেই আবেদনও করেন এম কে স্ট্যালিন (MK Stalin)।

তামিলনাড়ুর (Tamil Nadu) মুখ্যমন্ত্রী জানান, শ্রীলঙ্কার পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের অনুমতি নেওয়া হয়েছে। কেন্দ্রের অনুমতি নিয়েই ৪০ হাজার টন চাল, ৫০০ টন মিল্ক পাওডার এবং জীবনদায়ি ওষুধ পাঠানো হচ্ছে শ্রীলঙ্কায়। নিয প্রয়োজনী জিনিস নিয়ে যাতে তামিলরা শ্রীলঙ্কার মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, সেই আবেদনও করেন স্ট্য়ালিন।

আরও পড়ুন:  Mamata Banerjee: ২০২৪-এ প্রধানমন্ত্রী মমতা, মুখ্যমন্ত্রী অভিষেক, বললেন তৃণমূল সাংসদ

সম্প্রতি শ্রীলঙ্কয় অর্থনৈতিক সঙ্কট মাথা চাড়া দেয়। বিদেশি ঋণে জর্জরিত শ্রীলঙ্কার পাশে দাঁড়ায় ভারত (India) সরকার। চাল, ডাল থেকে শুরু করে জ্বালানি তেল, নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে সিংহলীদের পাশে দাঁড়ায় নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকার।