Spicejet: হোলির দিন ককপিটে গুজিয়া, পানীয়, দুই বিমান চালককে 'শাস্তি' স্পাইসজেটের

স্পাইসজেটের মুখপাত্রের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিমান সংস্থা এ বিষয়ে যথেষ্ট কড়া। বিমানের মধ্যে কী খাবার রাখা যাবে আর কী রাখা যাবে না, সে বিষয়ে নির্দিষ্ট নিয়ম রয়েছে। নিয়মের বাইরে গেলেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয় বলে জনানো হয়।

Spicejet Flight (Photo Credit: Wikipedia)

দিল্লি, ১৬ মার্চ: হোলির (Holi) দিন বিমানের ককপিটে গুজিয়া এবং পানীয় রাখার অভিযোগে দুই চালককে বসিয়ে দিল স্পাইসজেট। গত ৮ মার্চ অর্থাৎ হোলির দিন দিল্লি-গুয়াহাটির উড়ানে ককপিটে গুজিয়া এবং পানীয় রেখে বিমানকে বিপদের মধ্যে নিয়ে গিয়েছেন বলে অভিযোগ। ককপিটে গুজিয়া এবং পানীয় রাখার অভিযোগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে দুই বিমান চালককে বসিয়ে দেওয়া হয় বলে খবর। যতদিন না পর্যন্ত বিষয়টির তদন্ত হয়, ততদিন ওই দুই বিমান চালককে উড়ানের দায়িত্ব দেওয়া হবে না। ফলে রোস্টার থেকে আপাতত তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে খবর।

স্পাইসজেটের (Spicejet) মুখপাত্রের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিমান সংস্থা এ বিষয়ে যথেষ্ট কড়া। বিমানের মধ্যে কী খাবার রাখা যাবে আর কী রাখা যাবে না, সে বিষয়ে নির্দিষ্ট নিয়ম রয়েছে। নিয়মের বাইরে গেলেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয় বলে জনানো হয়।

এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের পরই পদক্ষেপ করা হবে বলে জানানো হয় স্পাইসজেটের তরফে।