Indian Rail To Run Special Trains For Migrants: স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের পর ৬টি রুটে ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের
দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়া পড়ুয়া, পরিযায়ী শ্রমিক ও পর্যটকদের ঘরে ফেরানোর জন্য বিশেষ ট্রেন চালানোর অনুমতি দিল স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)। আজ সকালেই তেলাঙ্গানার লিঙ্গমপল্লি থেকে একটি ট্রেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে ঝাড়খণ্ডের হাটিয়ার উদ্দেশে রওনা নিয়েছে। এরপরই রেলের (Ministry of Railways) তরফে জানানো হয়েছে, পরিযায়ী শ্রমিক, পর্যটক, শিক্ষার্থী এবং অন্যান্য ব্যক্তিদের জন্য বিশেষ ট্রেনগুলি আজ ছাড়া হবে। লিঙ্গমপল্লি থেকে হাতিয়া, আলুভা থেকে ভুবনেশ্বর, নাসিক থেকে লখনউ, নাসিক থেকে ভোপাল, জয়পুর থেকে পটনা এবং কোটা থেকে হাতিয়া যাওয়ার ট্রেন চালাানো হবে।
নতুন দিল্লি, ১ মে: দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়া পড়ুয়া, পরিযায়ী শ্রমিক ও পর্যটকদের ঘরে ফেরানোর জন্য বিশেষ ট্রেন চালানোর অনুমতি দিল স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)। আজ সকালেই তেলাঙ্গানার লিঙ্গমপল্লি থেকে একটি ট্রেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে ঝাড়খণ্ডের হাটিয়ার উদ্দেশে রওনা নিয়েছে। এরপরই রেলের (Ministry of Railways) তরফে জানানো হয়েছে, পরিযায়ী শ্রমিক, পর্যটক, শিক্ষার্থী এবং অন্যান্য ব্যক্তিদের জন্য বিশেষ ট্রেনগুলি আজ ছাড়া হবে। লিঙ্গমপল্লি থেকে হাতিয়া, আলুভা থেকে ভুবনেশ্বর, নাসিক থেকে লখনউ, নাসিক থেকে ভোপাল, জয়পুর থেকে পটনা এবং কোটা থেকে হাতিয়া যাওয়ার ট্রেন চালাানো হবে।
রেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, যাত্রীদের নাক-মুখ ঢেকে রাখা বাধ্যতামূলক। যে রাজ্যের স্টেশন থেকে ট্রেন ছাড়া হবে সেই রাজ্য যাাত্রীদের খাবার, পানীয় জল সরবরাহ করবে। সামাজিক দূরত্বের নিয়মাবলী অনুসরণ করে স্যানিটাইজড বাসে ব্যাচে ব্যাচে যাত্রীদের আনতে হবে।" আরও পড়ুন: First Train Ran Amid Lockdown: তেলাঙ্গানার লিঙ্গামপল্লি থেকে ঝাড়খণ্ডের হাটিয়া, পরিযায়ী শ্রমিকদের ফেরাতে চলল ট্রেন
রেলের তরফে আরও বলা হয়েছে,"বোর্ডিং পয়েন্টগুলিতে যাত্রীদের স্ক্রিনিং করতে হবে। যাদের কোনও উপসর্গ পাওয়া যাবে পাওয়া যাবে না তাদেরই ট্রেনে চড়ার অনুমতি দেওয়া হবে। গন্তব্যে পৌঁছানোর পরে যাত্রীদের রাজ্য সরকার রিসিভ করবে, যাত্রীদের স্ক্রিনিং ও কোয়ারান্টিনের ব্যবস্থা করবে রাজ্য সরকার।"