Narendra Modi Oath Taking Ceremony: মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে চাঁদের হাঁট! উপস্থিত শাহরুখ, অক্ষয়, আম্বানি. আদানিরা

শুরু হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, শিল্পপতি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। পাশাপাশি ইতিমধ্যেই উপস্থিত হয়েছের শাহরুখ খান, অক্ষয় কুমার, বিক্রান্ত ম্যাসি, রাজকুমার হিরানী, মুকেশ আম্বানী, গৌতম আদানী সহ একাধিক ব্যক্তিত্বরা। বলা বাহুল্য, মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে কার্যত চাঁদের হাঁট নেমেছে রাষ্ট্রপতি ভবনে।

এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে অভিনেতা বিক্রান্ত ম্যাসি বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। আর এই বিশেষ দিনে সাক্ষি থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আশা করব, আগামী পাঁচ বছর দেশ আরও উন্নত করবে। আমি একজন অভিনেতা, ফলে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ঘোরার সৌভাগ্য হয়েছে। বিশেষ করে দেশের প্রত্যন্ত এলাকায় গিয়ে দেখেছি আগের থেকে অনেক উন্নত করেছে। আমি নিজে বিকশিত ভারতের ক্যাম্পেইন করেছি। আশা করব, আগামী ৫ বছরে দেশ আরও বিকশিত হবে। যদিও কোনওকিছুই রাতারাাতি হয় না, সময় লাগে। ফলে এই সরকারকেও সময় দিতে হবে দেশকে উন্নত করার।

প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠানে দেশ বিদেশের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন। বাংলাদেশ, মরিশাস, ভুটান, মালদ্বীপ, নেপালের রাষ্ট্রনেতারা উপস্থিত রয়েছেন। এছাড়া উপস্থিত আছেন দেশের একাধিক রাজনৈতিক দলের নেতারা। সেই সঙ্গে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেও এদিন উপস্থিত হয়েছেন।



@endif