Neha Biswal: ১০ বছরের কিশোরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, বিস্ফোরক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর নেহা বিসওয়াল

এই ঘটনার পর পুলিশের দ্বারস্থ হয়েছেন নেহা। গোটা ঘটনার তদন্ত করছে বেঙ্গালুরু পুলিশ।

নেহা বিসওয়াল (ছবিঃX)

নয়াদিল্লিঃ এ বার যৌন হেনস্থার শিকার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর(Social Media Influencer)। ১০ বছরের বালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন নেহা বিসওয়াল(Neha Biswal) নামে ওই ইনফ্লুয়েন্সর। একটি ভিডিয়োর(Video) মাধ্যমে তিনি জানিয়েছেন, বেঙ্গালুরুর(Bengaluru) রাস্তায় একা হেঁটে যাচ্ছিলেন তিনি, সেই সময় অপর দিক থেকে সাইকেলে চেপে আসছিল একটি বালক। তাঁর দাবি তাঁর সঙ্গে অভব্য আচারণ করে সে। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেন তিনি। ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের হাতে ধরা পড়ে অভিযুক্ত কিশোরের। এই ঘটনার পর পুলিশের দ্বারস্থ হয়েছেন নেহা। গোটা ঘটনার তদন্ত করছে বেঙ্গালুরু পুলিশ। এই ঘটনায় ভীষণভাবে ভেঙে পড়েছেন অভিযোগকারিনী। পরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। যাতে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন তিনি। এই ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, "আমার সঙ্গে এই ঘটনাটা হয়েছে সেটা মানুষকে বিশ্বাস করাতে আমায় প্রমাণ দিতে হয়েছে। জনে জনে ভিডিয়োটি দেখাতে হয়েছে তবে মানুষ বিশ্বাস করেছে। বেশিরভাগ মানুষ বলেছেন একটা বাচ্চা এটা করতে পারে না। আর অভিযুক্ত ছেলেটিও দাবি করেছে সাইকেল চালাতে গিয়ে হাত ফসকে লেগে গিয়েছে।" সব শেষে নেহা বলেন, "আমার সঙ্গে এই ঘটনা না ঘটলে হয়তো ভাবতেও পারতাম না আমাদের চারপাশে রোজ কী কী ধরনের ঘটনার শিকার মেয়েরা।"

 ১০ বছরের কিশোরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, বিস্ফোরক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর

নেহা বিসওয়ালের পোস্ট করা আরও একটি ভিডিয়ো